জনযুদ্ধের গান[১]

জনগণ হও আজ উদ্বুদ্ধ

শুরু করে প্রতিরোধ, জনযুদ্ধ,

জাপানী ফ্যাসিস্টদের ঘোর দুর্দিন

মিলেছে ভারত আর বীর মহাচীন।

সাম্যবাদীরা আজ মহক্রুদ্ধ

শুরু করে প্রতিরোধ, জনযুদ্ধ॥

জনগণ শক্তির ক্ষয় নেই,

ভয় নেই আমাদের ভয় নেই।

নিষ্ক্রিয়তায় তবে কেন মন মগ্ন

কেড়ে নাও হাতিয়ার, শুভলগ্ন।

করো জাপানের আজ গতি রুদ্ধ;

শুরু করে, প্রতিরোধ, জনযুদ্ধ॥

সূত্রনির্দেশ ও টীকা

  1. সেপ্টেম্বর ১৯৪২-এ প্রকাশিত ‘জনযুদ্ধের গান’ সংকলন গ্রন্থটি থেকে এই গানটি সংগৃহীত।