২০২৪-০২-১৩
সুকান্ত ভট্টাচার্য » গীতিগুচ্ছ » শীতের হাওয়া ছুঁয়ে গেল
বর্ণাকার
শীতের হাওয়া ছুঁয়ে গেল ফুলের বনে,
শিউলি-বকুল উদাস হল ক্ষণে ক্ষণে,
ধূলি-ওড়া পথের ‘পরে
বনের পাতা শীতের ঝড়ে
যায় ভেসে ক্ষীণ মলিন হেসে আপন মনে
রাতের বেলা বইল বাতাস নিরুদ্দেশে,
কাঁপনটুকু রইল শুধু বনের শেষে।
কাশের পাশে হিমের হাওয়া,
কেবল তারি আসা-যাওয়া―
সব-ঝরাবার মন্ত্রণা সে দিল শুধু সংগোপনে॥
© All Right Reserved by Eduliture ২০২৪