৮ হে পাষাণ, আমি নির্ঝরিণী তব হৃদয়ে দাও ঠাঁই। আমার কল্লোলে নিঠুর যায় গ’লে ঢেউয়েতে প্রাণ দোলে, ―তবু নীরব সদাই! আমার মর্মেতে কী গান ওঠে মেতে জানো না তুমি তা, তোমার কঠিন পায় চির দিবসই হায় রহিনু অবনতা। যতই কাছে আসি আমারে মৃদু হাসি করিছ পরবাসী, তোমাতে প্রেম নাই॥ পাঠক সংখ্যা : ১৯ ২০২৪-০২-০৭