» » হে মোর মরণ

বর্ণাকার

হে মোর মরণ, হে মোর মরণ!

বিদায় বেলা আজ একেলা

দাও গো শরণ।

তুমি আমার বেদনাতে

দাও আলো আজ এই ছায়াতে

ফোটার গন্ধে অলস ছন্দে

ফেলিও চরণ॥

তোমার বুকে অজানা স্বাদ,

ক্লান্তি আনো, দাও অবসাদ;

তোমায় আমি দিবসযামী

করিনু বরণ।

তোমার পায়ে কী আছে যে,

জীবনবীণা উঠেছে বেজে?

আমায় তুমি নীরব চুমি

করিও হরণ॥