১৮

মুখ তুলে চায় সুবিপুল হিমালয়,

আকাশের সাথে প্রণয়ের কথা কয়,

আকাশ কহিছে ডেকে,

কথা কও কোথা থেকে?

তুমি যে ক্ষুদ্র মোর কাছে মনে হয়॥

হিমালয় তাই মূর্ছিত অভিমানে,

সে কথা কেহ না জানে।

ব্যর্থ প্রেমের ভারে

দীর্ঘ নিশাস ছাড়ে―

হিমালয় হতে তুষারের ঝড় বয়॥