» » ভুল হল বুঝি

বর্ণাকার

১৭

ভুল হল বুঝি এই ধরণীতলে,

তাই প্রাণে চিরকাল আগুন জ্বলে

তাই আগুন জ্বলে।

দিনের শেষে

এক প্লাবন এসে

জানি ঘিরিবে আমার মন কৌতূহলে,

নব কৌতূহলে।

আমার জীবনে ভুল ছিল না বুঝি,

তাই বারে বারে সে আমারে গিয়াছে খুঁজি।

দিনের শেষে

আজ বাউল বেশে

ঘুচাব মনের ভুল নয়ন জলে,

মোর নয়ন জলে॥