বর্ণাকার ৬ শয়ন শিয়রে ভোরের পাখির রবে তন্দ্রা টুটিল যবে। দেখিলাম আমি খোলা বাতায়নে তুমি আনমনা কুসুম চয়নে অন্তর মোর ভরে গেল সৌরভে। সন্ধ্যায় যবে ক্লান্ত পাখিরা ধীরে, ফিরিছে আপন নীড়ে, দেখিলাম তুমি এলে নদীকূলে চাহিলে আমায় ভীরু আঁখি তুলে হৃদয় তখনি উড়িল অজানা নভে॥ পাঠক সংখ্যা : ৫ ২০২৪-০২-০৭