বর্ণাকার ৩ গানের সাগর পাড়ি দিলাম সুরের তরঙ্গে, প্রাণ ছুটেছে নিরুদ্দেশে ভাবের তুরঙ্গে। আমার আকাশ মীড়ের মূর্ছনাতে উধাও দিনে রাতে; তান তুলেছে অন্তবিহীন রসের মৃদঙ্গে আমি কবি সপ্তসুরের ডোরে, মগ্ন হলাম অতল ঘুম-ঘোরে; জয় করেছি জীবনে শঙ্কারে, মোর বীণা ঝংকারে : গানের পথের পথিক আমি সুরেরই সঙ্গে॥ পাঠক সংখ্যা : ৫ ২০২৪-০২-০৬