» » কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জুল মঞ্জীর ধ্বনি

বর্ণাকার

১৩

কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জুল মঞ্জীর ধ্বনি,

মন অন্তর-প্রাঙ্গণে আসন্ন হল আগমনী।

ঘুমভাঙা উদ্বেল রাতে,

আধ-ফোটা ভীরু জ্যোৎস্নাতে

কার চরণের ছোঁয়া হৃদয়ে উঠিল রণরণি

মেঘ-অঞ্জন-ঘন কার এই আঁখি পাতে লিখা,

বন্দন-নন্দিত উৎসবে জ্বালা দীপশিখা।

মুকুলিত আপনার ভারে

টলিয়া পড়িছে বারে বারে

সংগীত হিল্লোলে কে সে স্বপনের অগ্রণী॥