কেমনে রাখি আঁখি-বারি

৪৫ (রাতের) দুর্গা—আদ্ধা কাওয়ালি কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া। প্রাতে কোকিল কাঁদে, নিশীথে পাপিয়া॥ এ ভরা বাদরে আমার মরা নদী, উথলি উথলি উঠিছে নিরবধি। আমার এ ভাঙা ঘাটে আমার এ হৃদিতটে চাপিতে গেলে ওঠে দু-কূল ছাপিয়া॥Continue Reading

কেন আসিলে যদি যাবে চলি

৪৬ (দিনের) দুর্গা—আদ্ধা কাওয়ালি কেন আসিলে যদি যাবে চলি গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি॥ কেন বারেবারে আসিয়া দুয়ারে ফিরে গেলে পারে কথা নাহি বলি॥ কী কথা বলিতে আসিয়া নিশীথে শুধু ব্যথা-গীতে গেলে মোরে ছলি॥ প্রভাতেরContinue Reading

সাজিয়াছ যোগী

৪৭ যোগিয়া—ঝাঁপতাল সাজিয়াছ যোগী বলো কার লাগি তরুণ বিবাগী॥ হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে নিখিলের পিয়া তবে প্রেম মাগি তরুণ বিবাগী॥ ফাল্গুনে কাঁদে দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো! যোগী, যোগ ভোলো! এত গীতহাসি সব আজিContinue Reading

মুসাফির! মোছ এ আঁখি জল

৪৮ বারোয়াঁ—কাহারবা মুসাফির! মোছ এ আঁখি জল ফিরে ছল আপনারে নিয়া। আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া॥ রে পাগল! এ কী দুরাশা, জলে তুই বাঁধিবি বাসা! মেটে না হেথায় পিয়াসা হেথা নাই তৃষ্ণা-দরিয়া॥ বরষায় ফুটলContinue Reading

এ নহে বিলাস বন্ধু

৪৯ মান্দ্—কাহারবা এ নহে বিলাস বন্ধু, ফুটেছি জলে কমল। এ যে ব্যথা-রাঙা হৃদয় আঁখি-জলে-টলমল॥ কোমল মৃণাল-দেহ ভরেছে কণ্টক-ঘায়, শরণ লয়েছি গো তাই শীতল দিঘির জল॥ ডুবেছি এ কালো নীরে কত যে জ্বালা সয়ে, শত ব্যথাContinue Reading

তরুণ তাপস

রাঙা পথের ভাঙন-ব্রতী অগ্রপথিক দল! নাম রে ধুলায়−বর্তমানের মর্তপানে চল॥ ভবিষ্যতের স্বর্গ লাগি শূন্যে চেয়ে আছিস জাগি অতীতকালের রত্ন মাগি নামলি রসাতল। অন্ধ মাতাল! শূন্য পাতাল, হাতালি নিষ্ফল॥ ভোল রে চির-পুরাতনের সনাতনের বোল। তরুণ তাপস!Continue Reading

চল চল চল

চল্ চল্ চল্! ঊর্ধ্ব-গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী-তল, অরুণ প্রাতের তরুণ দল, চল্ রে চল্ রে চল্। চল্ চল্ চল্॥
উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।Continue Reading

বাজল কি রে ভোরের সানাই

বাজ্‌ল কি রে ভোরের সানাই নিঁদ্‌-মহলার আঁধার-পুরে শুন্‌ছি আজান গগন-তলে আঁধার-রাতের মিনার-চূড়ে॥ সরাই-খানার্‌ যাত্রীরা কি ‘বন্ধু জাগো’ উঠ্‌ল হাঁকি’? নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখি গুলিস্তানে চল্‌ল উড়ে’॥ তীর্থ-পথিক্‌ দেশ-বিদেশের আর্‌ফাতে আজ জুট্‌ল কি ফের, ‘লা শরীকContinue Reading

নিশীথ অন্ধকারে

(গান) এ কী বেদনার উঠিয়াছে ঢেউ দূর সিন্ধুর পারে, নিশীথ-অন্ধকারে। পুরবের রবি ডুবিল গভীর বাদল-অশ্রু-ধারে, নিশীথ-অন্ধকারে॥ ঘিরিয়াছে দিক ঘন ঘোর মেঘে, পুবালি বাতাস বহিতেছে বেগে, বন্দিনি মাতা একাকিনী জেগে কাঁদিতেছে কারাগারে, শিয়রের দীপ যত সেContinue Reading

আমার কোন কূলে আজ ভিড়ল তরী

১ খাম্বাজ-পিলু–দাদরা আমার কোন কূলে আজ ভিড়ল তরী এ কোন্ সোনার গাঁয়। আমার ভাটির তরী আবার কেন উজান যেতে চায়॥ আমার দুঃখেরে কাণ্ডারী করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরী, তুমি ডাক দিলে কে স্বপনপরী নয়ন-ইশারায়॥ আমারContinue Reading

কাঁদিতে এসেছি আপনারে লয়ে

২ জয়জয়ন্তী–একতালা কাঁদিতে এসেছি আপনারে লয়ে কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে। এ মম আঁখি-জল আমারি নয়নের ঝরিবে না এ জল তোমার দুয়ারে॥ ভাল যদি বাসি একাকী বাসিব, বিরহ-পাথারে একাকী ভাসিব। কভু যদি ভুলে আসি তবContinue Reading

ছাড়িতে পরান নাহি চায়

৩ খাম্বাজ–দাদরা ছাড়িতে পরান নাহি চায় তবু   যেতে হবে, হায়! মলয়া মিনতি করে তবু   কুসুম শুকায়॥ রবে না এ মধু-রাতি জানি তবু মালা-গাঁথি, মালা চলিতে দলিয়া যাবে তবু   চরণে জড়ায়॥ যে কাঁটারContinue Reading

কে তুমি দূরের সাথী

৪ পুরবী–একতালা কে তুমি দূরের সাথী এলে ফুল ঝরার বেলায়। বিদায়ের বংশী বাজে ভাঙা মোর প্রাণের মেলায়॥ গোধূলির মায়ায় ভুলে এলে হায় সন্ধ্যা-কূলে, দীপহীন মোর দেউলে এলে কোন্ আলোর খেলায়॥ সেদিনও প্রভাতে মোর বেজেছে আশাবরি,Continue Reading

আজি এ শ্রাবণ-নিশি

৫ মিঁয়া কী মল্লার–কাওয়ালি আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে গুর দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন শনশন কাঁদে বায়ু নীপ-কাননে॥ অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে, অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে। ভাঙিয়া দুয়ার মম এস এস প্রিয়তম, শ্বসিছেContinue Reading

আজি বাদল ঝরে

৬ ভৈরবী-আশাবরি–আদ্ধা কাওয়ালি আজি বাদল ঝরে মোর একেলা ঘরে হায় কী মনে পড়ে মন এমন করে॥ হায় এমন দিনে কে নীড়হারা পাখি যাও কাঁদিয়া কোথায় কোন্ সাথিরে ডাকি। তোর ভেঙেছে পাখা কোন্ আকুল ঝড়ে॥ আয়Continue Reading

মোর ঘুম ঘোরে এলে

৭ ভৈরবী-গজল–দাদরা মোর ঘুমঘোরে এলে মনোহর নমো নম, নমো নম, নমো নম। শ্রাবণ-মেঘে নাচে নটবর ঝমঝম ঝমঝম ঝমঝম॥ শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন মোর বিকশিল আবেশে তনু নীপসম নিরুপম মনোরম॥ মোর ফুলবনে ছিল যতContinue Reading

কেউ ভোলে না কেউ ভোলে

৮ মান্দ–কাহারবা কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি। কেউ দুখ লয়ে কাঁদে, কেউ   ভুলিতে গায় গীতি॥ কেউ শীতল জলদে হেরে   অশনির জ্বালা, কেউ মঞ্জুরিয়া তোলে তার   শুষ্ক কুঞ্জ-বীথি॥ হেরে কমল-মৃণালেContinue Reading

যাও যাও তুমি ফিরে

৯ ভৈরবী–দাদরা যাও যাও তুমি ফিরে এই   মুছিনু আঁখি। কে বাঁধিবে তোমারে হায়   বনের পাখি॥ মোর এত প্রেম আশা মোর এত ভালোবাসা আজ সকলই দুরাশা আর   কী দিয়ে রাখি॥ এই অভিমান-জ্বালা মোরContinue Reading

ফাগুন-রাতের ফুলের নেশায়

১০ পিলু–কাহারবা ফাগুন-রাতের ফুলের নেশায় আগুন-জ্বালায় জ্বলিতে আসে। যে দীপশিখায় পুড়িয়া মরে পতঙ্গ ঘোরে তাহারি পাশে॥ অথই দুখের পাথার-জলে সুখের রাঙা কমল-দোলে, কূলের পথিক হারায় দিশা দিবস নিশা তাহারি বাসে॥ সুখের আশায় মেশায় ওরা বুকেরContinue Reading

নিশীথ-স্বপন তোর ভুলে যা

১১ ভৈরবী–দাদরা নিশীথ-স্বপন তোর ভুলে যা এ নিশি-শেষে বাদল-অবসানে আকাশ উঠেছে হেসে॥ চখার পাশে আসে বিরহ-রাতের চখি। আঁধার লুকাল ঐ দূর বনে এলোকেশে॥ শরম-রাঙা গালে জাগিল কুমারী উষা, তরুণ অরুণ ঐ এল রাঙা বর-বেশে॥Continue Reading