ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে॥ ঐ   রোদ-সোহাগী পউষ-প্রাতে অথির প্রজাপতির সাথে বেড়াই কুঁড়ির পাতে পাতে পুষ্পল মৌ খেতে। আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে॥ আজ কাশ-বনে কেContinue Reading

আমার পিয়াল বনের শ্যামল পিয়ার ওই বাজে গো বিদায়বাঁশি, পথ-ঘুরানো সুর হেনে সে আবার হাসে নিদয় হাসি॥ পথিক বলে পথের গেহ বিলিয়েছিল একটু স্নেহ, তাই দেখে তার ঈর্ষাভরা কান্নাতে চোখ গেল ভাসি॥ তখন মোদের কিশোরContinue Reading

[জয়জয়ন্তী কীর্তন] খোলো মা দুয়ার খোলো প্রভাতেই সন্ধ্যা হল দুপুরেই ডুবল দিবাকর গো। সমর শয়ান ওই সুত তোর বিশ্বজয়ী কাঁদনের উঠছে তুফান ঝড় গো॥ সবারে বিলিয়ে সুধা, সে নিল মৃত্যু-ক্ষুধা, কুসুম ফেলে নিল খঞ্জর গো!Continue Reading

৩১ হাম্বীর—কাওয়ালি অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ বাজে। রুমু রুমু ঝুম মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে॥ এলোচুলে দুলে দুলে বন-পথে চল আলি মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন-মরালী। উগারি গাগরি ঝারি দে লো দে করুণাContinue Reading

[গান]       বল,      নাহি ভয়, নাহি ভয়!       বল,      মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়! কোরাস :    বল,      হউক গান্ধি বন্দি, মোদের সত্য বন্দি নয়।       বল,      মাভৈঃ মাভৈঃ পুরুষোত্তম জয়।       তুই      নির্ভর কর আপনার পর,                আপন পতাকা কাঁধেContinue Reading

অমর কানন মোদের অমর-কানন! বন কে বলে রে ভাই, আমাদের তপোবন, আমাদের তপোবন॥ এর দক্ষিণে ‘শালী’ নদী কুলুকুলু বয়, তার কূলে কূলে শালবীথি ফুলে ফুলময়, হেথা ভেসে আসে জলে-ভেজা দখিনা মলয়, হেথা  মহুয়ার মউ খেয়ে মনContinue Reading

২৮ সিন্ধু কাফি-খাম্বাজ—যৎ   আজি এ কুসুম-হার সহি কেমনে   ঝরিল যে ধুলায় চির অবহেলায়   কেন এ অবেলায় পড়ে তারে মনে॥   তব তরে মালা গেঁথেছি নিরালা   সে ভরেছে ডালা নিতি নব ফুলে।Continue Reading

৫ মিঁয়া কী মল্লার–কাওয়ালি আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে গুর দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন শনশন কাঁদে বায়ু নীপ-কাননে॥ অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে, অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে। ভাঙিয়া দুয়ার মম এস এস প্রিয়তম, শ্বসিছেContinue Reading

২৬ কালাংড়া-বসন্ত-হিন্দোল—দাদরা আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়। দখিনার দোল লেগেছে দোলন-চাঁপায়॥ দোলে আজ দোল-ফাগুনে ফুল-বাণ আঁখির তূণে, দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়॥ দুলে আজ শিথিল বেণি, দুলে বধূর মেখলা, দুলে গো মালার পলাContinue Reading

৬ ভৈরবী-আশাবরি–আদ্ধা কাওয়ালি আজি বাদল ঝরে মোর একেলা ঘরে হায় কী মনে পড়ে মন এমন করে॥ হায় এমন দিনে কে নীড়হারা পাখি যাও কাঁদিয়া কোথায় কোন্ সাথিরে ডাকি। তোর ভেঙেছে পাখা কোন্ আকুল ঝড়ে॥ আয়Continue Reading

[গান] এসো বিদ্রোহী মিথ্যা-সূদন আত্মশক্তি বুদ্ধ বীর! আনো উলঙ্গ সত্যকৃপাণ, বিজলি-ঝলক ন্যায়-অসির। তূরীয়ানন্দে ঘোষো সে আজ ‘আমি আছি’– বাণী বিশ্ব-মাঝ, পুরুষ-রাজ! সেই স্বরাজ! জাগ্রত করো নারায়ণ-নর নিদ্রিত বুকে মর-বাসীর; আত্ম-ভীতু এ অচেতন-চিতে জাগো ‘আমি-স্বামী নাঙ্গা-শির।’Continue Reading

২১ দেশ-পিলু–দাদরা আঁধার রাতে কে গো একেলা নয়ন-সলিলে ভাসালে ভেলা। কাঁদিয়া কারে খোঁজো ওপারে আজও যে তোমার প্রভাতবেলা॥ কী দুখে আজি যোগিনী সাজি আপনারে লয়ে এ হেলাফেলা॥ সোনার কাঁকন ও দুটি করে হেরো গো জড়ায়েContinue Reading

আপন-পিয়াসী আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায়॥ আমারই মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকোর সুধা-চোর আসে নিশীথেContinue Reading

১ খাম্বাজ-পিলু–দাদরা আমার কোন কূলে আজ ভিড়ল তরী এ কোন্ সোনার গাঁয়। আমার ভাটির তরী আবার কেন উজান যেতে চায়॥ আমার দুঃখেরে কাণ্ডারী করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরী, তুমি ডাক দিলে কে স্বপনপরী নয়ন-ইশারায়॥ আমারContinue Reading

১৬ ভাটিয়ালী–কাহারবা আমার গহীন জলের নদী। আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি॥ তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর চরে এসে বসলাম রে ভাই ভাসালে সে চর। এখন সব হারায়ে তোমার জলে রে আমিContinue Reading

১৮ ভাটিয়ালি–কার্ফা আমার সাম্পান যাত্রী না লয় ভাঙা আমার তরী। আমি আপনারে লয়ে রে ভাই এপার ওপার করি॥ আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরই তল। আমিContinue Reading

২ জৌনপুরী-আশাবরী—কাহারবা আমারে চোখ-ইশারায় ডাক দিলে হায় কে গো দরদী। খুলে দাও রং-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি॥ গোপনে চৈতি হাওয়ায় গুল-বাগিচায় পাঠালে লিপি, দেখে তাই ডাকছে ডালে কূ কূ বলে কোয়েলা ননদী॥ পাঠালে ঘূর্ণি-দূতী ঝড়-কপোতী বৈশাখেContinue Reading

ঐ রাঙা পায়ে রাঙা আলতা প্রথম যেদিন পরেছিলে, সেদিন তুমি আমায় কি গো ভুলেও মনে করেছিলে – আলতা যেদিন পরেছিলে? জানি, তোমার নারীর মনে নিত্য-নূতন পাওয়ার পিয়াস হঠাৎ কেন জাগল সেদিন, কণ্ঠ ফেটে কাঁদল তিয়াস!Continue Reading

আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে টলে, আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধরবে কি ওই কোলে?          বাড়িয়ে বাহু আসবে ছুটে?          ধরবে চেপে পরানপুটে?          বুকে রেখে চুমবে কি মুখ                নয়নজলে গলে? আমিContinue Reading

হয়ত তোমার পাব দেখা, যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা॥ ঐ সুদূরের গাঁয়ের মাঠে, আলের পথে বিজন ঘাটে ; হয়ত এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা॥ ঐ নীলের ঐ গহন-পারে ঘোমটা-হারা তোমারContinue Reading