২২ ভৈরবী—পোস্তা কী হবে জানিয়া বলো কেন জল নয়নে। তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে॥ তুমি বুঝিবে বালা কুসুমে কীটের জ্বালা, কারো গলে দোলে মালা কেহ ঝরে পবনে॥ আকাশের আঁখি ভরি কে জানে কেমন করিContinue Reading

২২ ভাটিয়ালি–কার্ফা কী হবে লাল পাল তুলে ভাই সাম্পানের উপর। তোর পালে যত লাগবে হাওয়া রে ও ভাই  ঘর হবে তোর ততই পর॥ তোর কী দুঃখ হায় ভুলতে চাস ভাই, ছেঁড়া পাল রাঙিয়ে, এবার পরানContinue Reading

ওঠ রে চাষি জগদ্‌বাসী ধর কষে লাঙল। আমরা মরতে আছি – ভালো করেই মরব এবার চল॥ মোদের উঠান-ভরা শস্য ছিল হাস্য-ভরা দেশ ওই বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ, ও ভাই লক্ষ হাতে টানছেContinue Reading

৪ পুরবী–একতালা কে তুমি দূরের সাথী এলে ফুল ঝরার বেলায়। বিদায়ের বংশী বাজে ভাঙা মোর প্রাণের মেলায়॥ গোধূলির মায়ায় ভুলে এলে হায় সন্ধ্যা-কূলে, দীপহীন মোর দেউলে এলে কোন্ আলোর খেলায়॥ সেদিনও প্রভাতে মোর বেজেছে আশাবরি,Continue Reading

৭ ভৈরবী-আশাবরী — কাহারবা কে বিদেশি মন-উদাসী বাঁশির বাঁশি বাজাও বনে। সুর-সোহাগে তন্দ্রা লাগে কুসুম-বাগের গুল্-বদনে॥ ঝিমিয়ে আসে ভোমরা-পাখা, যূথীর চোখে আবেশ মাখা, কাতর ঘুমে চাঁদিমা রাকা (ভোর গগনের দর-দালানে) দর-দালানে ভোর গগনে॥ লজ্জাবতীর লুলিতContinue Reading

৪২ দেশ—গীতঙ্গী কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড় দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে, পীড়িত নরনারী আসিল গেহ ছাড়ি ভরিল নভতল-ক্রন্দনে॥ বেদনা-মন্দিরে আরতি বাজে তব, কে তুমি সুন্দর শ্মশানচারী নব, দিগদিগন্তরে জীবন-উৎসব— শঙ্খ শুনি তব আগমনে॥ মৃত্যু-জয়ী তুমিContinue Reading

৮ মান্দ–কাহারবা কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি। কেউ দুখ লয়ে কাঁদে, কেউ   ভুলিতে গায় গীতি॥ কেউ শীতল জলদে হেরে   অশনির জ্বালা, কেউ মঞ্জুরিয়া তোলে তার   শুষ্ক কুঞ্জ-বীথি॥ হেরে কমল-মৃণালেContinue Reading

৪৪ ভীমপলশ্রী—কাহারবা কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা। মোছো মোছো আঁখি-লোর যদি ভাঙিল মেলা॥ কেন মেঘের স্বপন আন মরুর চোখে, ভুলে দিয়ো না কুসুম যারে দিয়েছ হেলা॥ আছে বাহুর বাঁধন তব শয়ন-সাথি, আমি এসেছি একাContinue Reading

৪৬ (দিনের) দুর্গা—আদ্ধা কাওয়ালি কেন আসিলে যদি যাবে চলি গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি॥ কেন বারেবারে আসিয়া দুয়ারে ফিরে গেলে পারে কথা নাহি বলি॥ কী কথা বলিতে আসিয়া নিশীথে শুধু ব্যথা-গীতে গেলে মোরে ছলি॥ প্রভাতেরContinue Reading

২৪ বেহাগ-খাম্বাজ—দাদরা কেন উচাটন মন পরান এমন করে কেন কাঁদে গো বধূ বঁধুর বুকে বাসরে॥ কেন মিলন-রাতে সলিল আঁখি-পাতে, কেন ফাগুন-প্রাতে সহসা বাদল ঝরে॥ ডাকিলে অনুরাগে কেন বিদায় মাগে, (কেন) মরিতে সাধ জাগে পিয়ার বুকেরContinue Reading

৫ মিশ্র বেহাগ-খাম্বাজ — দাদরা কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি সদা কাঁপে ভীরু হিয়া রহি রহি॥ সে থাকে নীল নভে আমি নয়ন-জল-সায়রে, সাতাশ তারার সতিন-সাথে সে যে ঘুরে মরে, কেমনে ধরি সে চাঁদেContinue Reading

১৮ বেহাগ—দাদরা কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে ফুটিত না কি কমল ও কাঁটা না বিঁধিলে॥ কেন এ আঁখি-কূলে বিধুর অশ্রু দুলে, কেন দিলে এ হৃদি যদি না হৃদয় মিলে॥ শীতল মেঘ-নীরে ডাকিয়াContinue Reading

২০ কীর্তন কেন প্রাণ ওঠে কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া গো॥ আমি যত ভুলি ভুলি করি তত আঁকড়িয়া ধরি তত মরি সাধিয়া সাধিয়া সাধিয়া সাধিয়া গো॥ শ্যামের সে রূপ ভোলা কি যায় নিখিল শ্যামল যার শোভায়।Continue Reading

৪৫ (রাতের) দুর্গা—আদ্ধা কাওয়ালি কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া। প্রাতে কোকিল কাঁদে, নিশীথে পাপিয়া॥ এ ভরা বাদরে আমার মরা নদী, উথলি উথলি উঠিছে নিরবধি। আমার এ ভাঙা ঘাটে আমার এ হৃদিতটে চাপিতে গেলে ওঠে দু-কূল ছাপিয়া॥Continue Reading

৩৭ সিন্ধু—কাওয়ালি কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল। কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল॥ দুয়ার-ভাঙা জাগল জোয়ার বেদনার ওই দরিয়ায়। আজ ভারতী অশ্রুমতী মধ্যে দুলে টলমল॥ কখন তোমার বাজল বেণু প্রাণের বংশীবটছায়। মরাContinue Reading

২৯ মালকৌষ—গীতঙ্গী গরজে গম্ভীর গগন কম্বু। নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু॥ সে নাচ-হিল্লোলে জটা-আবর্তনে সাগর ছুটে আসে গগন-প্রাঙ্গণে। আকাশে শূল হানি শোনাও নব বাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসীদ শম্ভু॥ ললাট-শশী টলি জটায় পড়ে ঢলি, সে-শশী-চমকে গোContinue Reading

৩৬ পিলু—কাহারবা গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে। ফুল-হার পরায়ে গলে দিলে জল নয়ন-পাতে॥ যে জ্বালা পেনু জীবনে ভুলেছি রাতে স্বপনে, কে তুমি এসে গোপনে ছুঁইলে সে বেদনাতে॥ যবে কেঁদেছি একাকী কেন মুছালে না আঁখি,Continue Reading

১২ বাগেশ্রী–কাওয়ালি ঘোর তিমির ছাইল রবি শশী গ্রহ তারা। কাঁপে তরাসে ভীতা ধরণী অসীম আঁধারে হারা॥ প্রলয়েশ মহাকাল এলায়েছে জটাজাল, নাচিছে ঝড়ের বেগে সুরধুনী-জলধারা॥ চমকি চমকি ওঠে চপলা চপল-ফণা, লুকাইল শিশুশশী, মুরছিতা দিগঙ্গনা। চাতকী চাতক-বুকেContinue Reading

ঘোর– ঘোর রে ঘোর ঘোর রে আমার সাধের চরকা ঘোর ওই স্বরাজ-রথের আগমনি শুনি চাকার শব্দে তোর॥ ১ তোর ঘোরার শব্দে ভাই সদাই শুনতে যেন পাই ওই খুলল স্বরাজ-সিংহদুয়ার, আর বিলম্ব নাই। ঘুরে আসল ভারত-ভাগ্য-রবি, কাটল দুখেরContinue Reading

৩৯ খাম্বাজ — আড়-খেমটা চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিয়া চলি গো প্রাণ। মর্ত্যের মাটি মহীয়ান করি স্বর্গেরে করি ম্লান॥ চিতার বিভূতি মাখিয়া গায় লজ্জা হানি গো অন্নদায়, বাঁধিয়াছি বিদ্যুল্লতায়, দেবরাজ হতমান। পাতাল ফুঁড়িয়া করি গোContinue Reading