কোরাস :    বাংলার ‘শের’, বাংলার শির, বাংলার বাণী, বাংলার বীর সহসা ও-পারে অস্তমান। এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহাভারতের মহাপ্রয়াণ॥ বাংলার ঋষি বাংলার জ্ঞান বঙ্গবাণীর শ্বেতকমল, শ্যাম বাংলার বিদ্যাগঙ্গা অবিদ্যানাশী তীর্থজল! মহামহিমার বিরাট পুরুষ শক্তি-ইন্দ্রContinue Reading

২৫ পিলু-ভৈরবী—কাহারবা আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিতি॥ বকুল-বনের সাকি নটিন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুরা, মাতায় কানন-বীথি॥ বনের বেশর গাঁথে কদম-কেশর ঝুরি, শিশির-চুনির হারে উজল উশীর-সিঁথি॥ তিতির শিখীরContinue Reading

১০ ভীমপলশ্রী—দাদরা আসে বসন্ত ফুলবনে সাজে বনভূমি সুন্দরী। চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি॥ ফুলরেণু-মাখা দখিনা বায় বাতাস করিছে বনবালায়, বনকরবী-নিকুঞ্জছায় মুকুলিকা ওঠে মুঞ্জরি॥ কুহু আজি ডাকে মুহুমুহু, ‘পিউ কাঁহা’ কাঁদে উহু উহু পাখায় পাখায়Continue Reading

বাঙলার অগ্নি-যুগের আদি পুরোহিত, সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু অগ্নি-ঋষি! অগ্নিবীণা তোমায় শুধু সাজে। তাই তো তোমার বহ্নিরাগেও বেদনবেহাগ বাজে। দহনবনের গহনচারী — হায় ঋষি — কোন্ বংশীধারী নিঙড়ে আগুন আনলে বারি অগ্নিমরুর মাঝে। সর্বনাশাContinue Reading

সুর-শিল্পী, বন্ধু দিলীপকুমার রায় করকমলেষু আমার শুধু এ বাণী হে বন্ধু, আমার শুধু এ গান। তুমি তারে দিলে রূপ-রঙ্গিমা, তুমি তারে দিলে প্রাণ। আমার ব্যথায় বেঁধেছিল নীড় যে গানের বুল্‌বুলি, আপনি আসিয়া আদরে তাহারে বক্ষেContinue Reading

[গান] বাজাও প্রভু বাজাও ঘন বাজাও ভীম বজ্র-বিষাণে দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! অগ্নি-তূর্য কাঁপাক সূর্য বাজুক রুদ্রতালে ভৈরব– দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও! নট-মল্লার দীপক-রাগে জ্বলুক তাড়িত-বহ্নি আগে ভেরীর রন্ধ্রে মেঘমন্দ্রে জাগাও বাণী জাগ্রত নব। দুর্জয়Continue Reading

ওগো আজ কেন মন উদাস এমন কাঁদছে পুবের হাওয়ার পারা। কে যেন মোর নেই গো কাছে কোন প্রিয়-মুখ আজকে হারা॥ দিকে দিকে বিবাগী মন খুঁজে ফেরে কোন প্রিয়জন? কোথায় সে মোর মনের মতন বুকের রতনContinue Reading

২১ ভৈরবী—কাওয়ালি এ আঁখি-জল মোছো পিয়া ভোলো ভোলো আমারে। মনে কে গো রাখে তারে ঝরে যে ফুল আঁধারে॥ ফোটা ফুলে ভরি ডালা গাঁথো বালা মালিকা, দলিত এ ফুল লয়ে দেবে গো বলো কারে॥ স্বপনের স্মৃতিContinue Reading

৪৯ মান্দ্—কাহারবা এ নহে বিলাস বন্ধু, ফুটেছি জলে কমল। এ যে ব্যথা-রাঙা হৃদয় আঁখি-জলে-টলমল॥ কোমল মৃণাল-দেহ ভরেছে কণ্টক-ঘায়, শরণ লয়েছি গো তাই শীতল দিঘির জল॥ ডুবেছি এ কালো নীরে কত যে জ্বালা সয়ে, শত ব্যথাContinue Reading

১৬ বৃন্দাবনী সারঙ—মিশ্র দাদরা এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে। কেন পুন বাঁশি বাজালে কাফি-ললিতে॥ নিশীথ গভীরে কেন আঁখি-নীরে এলে ফিরে ফিরে গোপনকথা বলিতে॥ দলিত কুসুম-দলে রচিয়াছি শয়ন অন্ধ তিমির রাতি, নিবু-নিবু নয়ন! মরণ-বেলায়Continue Reading

১৪ খাম্বাজ-দেশ–দাদরা এত কথা কি গো কহিতে জানে চঞ্চল ওই আঁখি। নীরব ভাষায় কী যে কহে যায় মনের বনের পাখি– চঞ্চল ওই আঁখি॥ মুদিত কমলে ভ্রমরেরই প্রায় বন্দি হইয়া কাঁদিয়া বেড়ায়, চাহিয়া চাহিয়া মিনতি জানায়Continue Reading

৯ মান্দ্—কাওয়ালি এত জল ও-কাজল-চোখে পাষাণী, আনলে বল কে। টলমল জল-মোতির মালা দুলিছে ঝালর-পলকে॥ দিল কি পুব্-হাওয়াতে দোল, বুকে কি বিঁধিল কেয়া? কাঁদিয়া কুটিলে গগন এলায়ে ঝামর-অলকে॥ চলিতে পৈচি কি হাতের বাধিল বৈঁচি-কাঁটাতে? ছাড়াতে কাঁচুলিরContinue Reading

১৯ ভাটিয়ালি–কাহারবা ওরে মাঝি ভাই। তুই কী দুখ পেয়ে কূল হারালি অকূল দরিয়ায়॥ তোর ঘরের রশি ছিঁড়ে রে গেল– ঘাটের কড়ি নাই, তুই মাঝদরিয়ায় ভেসে চলিস ভাসিয়ে তরি তাই। ও ভাই দরিয়ায় আসে জোয়ার-ভাটি রেContinue Reading

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি॥ আপন জেনে হাত বাড়ালো- আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায়-বেলার সন্ধ্যা-তারা পুবের অরুণ রবি,— তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি?    আমার আমি লুকিয়েছিলContinue Reading

আজকে দেখি হিংসামদের মত্ত-বারণ-রণে জাগ্‌ছে শুধু মৃণালকাঁটা আমার কমলবনে। উঠল কখন ভীম কোলাহল, আমার বুকের রক্তকমল কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল শুধায় ক্ষণে ক্ষণে। ঢেউয়ের দোলায় মরাল-তরী নাচ্‌বে না আনমনে॥ কাঁটাও আমার যায় না কেন, কমল গেলContinue Reading

৮ সিন্ধু—কাওয়ালি করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব। হায় সাকি এ আঙ্গুরি খুন, নয় ও হিয়ার খুন-খারাব॥ দুর্দিনের এই দারুণ দিনে শরণ নিলাম পানশালায়, হায় শাহারার প্রখর তাপে পরান কাঁপে দিল্-কাবাব॥ আরContinue Reading

কোরাস : ১ দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার! দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছেContinue Reading

২ জয়জয়ন্তী–একতালা কাঁদিতে এসেছি আপনারে লয়ে কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে। এ মম আঁখি-জল আমারি নয়নের ঝরিবে না এ জল তোমার দুয়ারে॥ ভাল যদি বাসি একাকী বাসিব, বিরহ-পাথারে একাকী ভাসিব। কভু যদি ভুলে আসি তবContinue Reading

৪৩ গারা-ভৈরবী—কাহারবা কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর। ডাকছে পাখি, ‘বউ গো জাগো, আর ঘুমায় না, রাত্রি ভোর’॥ জুঁই-কুঁড়িরা চোখ মেলে চায়, চুমকুড়ি দেয় মৌমাছি। শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর॥Continue Reading

কার বাঁশি বাজিল নদীপারে আজি লো? নীপে নীপে শিহরণ কম্পন রাজিল – কার বাঁশি বাজিল? বনে বনে দূরে দূরে ছল করে সুরে সুরে এত করে ঝুরে ঝুরে কে আমায় যাচিল? পুলকে এ-তনুমন ঘন ঘন নাচিল।Continue Reading