ছাড়পত্র

সেপ্টেম্বর ‘৪৬
কৃত: সুকান্ত ভট্টাচার্য
গ্রন্থ:

কলকাতায় শান্তি নেই। রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাত্রে প্রতিটি সন্ধ্যায়। হৃৎস্পন্দনধ্বনি দ্রুত হয় : মূর্ছিত শহর। এখন গ্রামের মতো সন্ধ্যা হলে জনহীন নগরের পথ; স্তম্ভিত আলোকস্তম্ভ আলো দেয় নিতান্ত সভয়ে। কোথায় দোকানপাট? কই সেই জনতার স্রোত?Continue Reading

বিষের বাঁশী

সেবক
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

সেবক সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়, নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়? শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, – বজ্র-হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়? নাজাত-পথের আজাদ মানব নেই কি রে কেউ বাঁচা, ভাঙতে পারে ত্রিশContinue Reading

পূবের হাওয়া— কাজী নজরুল ইসলাম

সোহাগ
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

গুলশন কো চুম চুম কহতে বুলবুল, রুখসারা সে বে-দরদি বোরকা খুল! হাঁসতি হ্যায় বোস্তাঁ, মস্ত্ হো যা দোস্তাঁ, শিরি শিরাজি সে যা বেহোশ জাঁ। সব কুছ আজ রঙিন হ্যায় সব কুছ মশগুল, হাঁস্‌তি হ্যায় গুল হো কর দোজখ বিলকুল হা রে আশেক মাশুক কি চমনোঁ মে ফুলতাContinue Reading

ছায়ানট প্রচ্ছদ

স্তব্ধ বাদল
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

ঐ নীল-গগনের নয়ন-পাতায় নামল কাজল-কালো মায়া। বনের ফাঁকে চমকে বেড়ায় তারই সজল আলোছায়া॥ ঐ তমাল তালের বুকের কাছে ব্যথিত কে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। ভেজা পাতায় ওই কাঁপে তার আদুল ঢলঢল কায়া॥ যার শীতল হাতেরContinue Reading

চক্রবাক

স্তব্ধ-রাতে
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

থেমে আসে রজনীর গীত-কোলাহল, ওরে মোর সাথী আঁখি-জল, এইবার তুই নেমে আয়– অতন্দ্র এ নয়ন-পাতায়। আকাশে শিশির ঝরে, বনে ঝরে ফুল, রূপের পালঙ্ক বেয়ে ঝরে এলোচুল; কোন্ গ্রহে কে জড়ায়ে ধরিছে প্রিয়ায়, উল্কার মাণিক ছিঁড়েContinue Reading

পূবের হাওয়া— কাজী নজরুল ইসলাম

স্নেহ-পরশ
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

আমি এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম, কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম – তখন মুকুরপাশে একলা গেহে আমারই এই সকল দেহে চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো! আহা পরশ তোমার জাগছে যে গোContinue Reading

ছায়ানট প্রচ্ছদ

স্নেহ-ভীতু
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

ওরে এ কোন্ স্নেহ-সুরধুনী নামল আমার সাহারায়? বক্ষে কাঁদার বান ডেকেছে, আজ হিয়া কূল না হারায়! কণ্ঠে চেপে শুষ্ক তৃষা মরুর সে পথ তপ্ত সিসা, চলতে একা পাইনি দিশা ভাই; বন্ধ নিশাস–একটু বাতাস! এক ফোঁটাContinue Reading

পূর্বাভাস - সুকান্ত ভট্টাচার্য

স্বতঃসিদ্ধ
কৃত: সুকান্ত ভট্টাচার্য
গ্রন্থ:

মৃত্যুর মৃত্তিকা ‘পরে ভিত্তি প্রতিকূল – সেখানে নিয়ত রাত্রি ঘনায় বিপুল; সহসা চৈত্রের হাওয়া ছড়ায় বিদায় : স্তিমিত সূর্যের চোখে অন্ধকার ছায়। বিরহ-বন্যার বেগে প্রভাতের মেঘ রাত্রির সীমায় এসে জানায় আবেগ, ধূসর প্রপঞ্চ-বিশ্ব উন্মুক্ত আকাশেContinue Reading

পূর্বাভাস - সুকান্ত ভট্টাচার্য

স্বপ্নপথ
কৃত: সুকান্ত ভট্টাচার্য
গ্রন্থ:

আজ রাত্রে ভেঙে গেল ঘুম, চারিদিক নিস্তব্ধ নিঃঝুম, তন্দ্রাঘোরে দেখিলাম চেয়ে অবিরাম স্বপ্নপথ বেয়ে চলিয়াছে দুরাশার স্রোত, বুকে তার বহু ভগ্ন পোত। বিফল জীবন যাহাদের, তারাই টানিছে তার জের; অবিশ্রান্ত পৃথিবীর পথে, জলে স্থলে আকাশেContinue Reading

পূর্বাভাস - সুকান্ত ভট্টাচার্য

স্মারক
কৃত: সুকান্ত ভট্টাচার্য
গ্রন্থ:

আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায় তবুও পড়িবে মনে, চঞ্চল হাওয়া যদি ফেরে হৃদয়ের আঙ্গিনায় রজনীগন্ধা বনে, তবুও পড়িবে মনে। বলাকার পাখা আজও যদি উড়ে সুদূর দিগঞ্চলে বন্যার মহাবেগে, তবুও আমার স্তব্ধ বুকেরContinue Reading

পূর্বাভাস - সুকান্ত ভট্টাচার্য

হদিশ
কৃত: সুকান্ত ভট্টাচার্য
গ্রন্থ:

আমি সৈনিক, হাঁটি যুগ থেকে যুগান্তরে প্রভাতী আলোয়, অনেক ক্লান্ত দিনের পরে, অজ্ঞাত এক প্রাণের ঝড়ে। বহু শতাব্দী ধরে লাঞ্ছিত, পাই নি ছাড়া বহু বিদ্রোহ দিয়েছে মনের প্রান্ত নাড়া তবু হতবাক্ দিই নি সাড়া! আমিContinue Reading

ছায়ানট প্রচ্ছদ

হার-মানা-হার
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

তোরা কোথা হতে কেমনে এসে মণি-মালার মতো আমার কণ্ঠে জড়ালি। আমার পথিক-জীবন এমন করে ঘরের মায়ায় মুগ্ধ করে বাঁধন পরালি॥ আমায় বাঁধতে যারা এসেছিল গরব করে হেসে তারা হার মেনে হায় বিদায় নিল কেঁদে, তোরাContinue Reading

ছায়ানট প্রচ্ছদ

হারামণি
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

এমন করে অঙ্গনে মোর ডাক দিলি কে স্নেহের কাঙালি! কে রে ও তুই কে রে? আহা ব্যথার সুরে রে, এমন চেনা স্বরে রে, আমার   ভাঙা ঘরের শূন্যতারই বুকের পরে রে। এ কোন পাগল স্নেহ-সুরধুনীরContinue Reading

ফণী মনসা

হিন্দু-মুসলিম যুদ্ধ
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

১ মাভৈঃ! মাভৈঃ! এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান! ছিল যারা চির-মরণ-আহত, উঠিয়াছে জাগি’ ব্যথা-জাগ্রত, ‘খালেদ’ আবার ধরিয়াছে অসি, ‘অর্জুন’ ছোঁড়ে বাণ। জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান! ২ মরিছে হিন্দু,Continue Reading

হিপি
কৃত: অজ্ঞাতনামা লেখক
গ্রন্থ:

বিতৃষ্ণার তিক্ত বিষ সঞ্চিত প্রাচুর্যে ভোগে, সামাজিক জটিলতা নিয়মের শৃঙ্খলপাশ ছিন্ন করে মুক্ত প্রাণে দুরন্ত উদ্যোগে ব্যক্ত হয় বাউণ্ডুলে হিপিদের জীবন নির্যাস। নগ্ন প্রকৃতির কোলে প্রীতি প্রেমে আত্ম নিবেদনে আদি সভ্য মানবের যথাযথ যোগ্য বংশধরContinue Reading

চক্রবাক

হিংসাতুর
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

হিংসাই শুধু দেখেছ এ চোখে? দেখ নাই আর কিছু? সম্মুখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলে না পিছু! সম্মুখ হতে আঘাত হানিয়া চলে গেল যে-পথিক তার আঘাতেরই ব্যথা বুকে ধরে জাগ আজও অনিমিখ? তুমি বুঝিলে না,Continue Reading

পূর্বাভাস - সুকান্ত ভট্টাচার্য

হে পৃথিবী
কৃত: সুকান্ত ভট্টাচার্য
গ্রন্থ:

হে পৃথিবী, আজিকে বিদায় এ দুর্ভাগা চায়, যদি কভু শুধু ভুল ক’রে মনে রাখো মোরে, বিলুপ্ত সার্থক মনে হবে দুর্ভাগার! বিস্মৃত শৈশবে যে আঁধার ছিল চারিভিতে তারে কি নিভৃতে আবার আপন ক’রে পাব, ব্যর্থতার চিহ্নContinue Reading

ছাড়পত্র

হে মহাজীবন
কৃত: সুকান্ত ভট্টাচার্য
গ্রন্থ:

হে মহাজীবন, আর এ কাব্য নয় এবার কঠিন, কঠোর গদ্যে আনো, পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো! প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা– কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময় : পূর্ণিমা-চাঁদ যেন ঝল্‌সানোContinue Reading

ঝিঙে ফুল কাজী নজরুল ইসলাম

হোঁদলকুঁৎকুতের বিজ্ঞাপন
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

মিচকে-মারা কয় না কথা মনটি বড়ো খুঁতখুঁতে। ‘ছিঁচকাঁদুনে’ ভ্যাবিয়ে ওঠেন একটু ছুঁতেই না ছুঁতে। ড্যাবরা ছেলে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে থেকে গাল ফুলান, সন্দেশ এবং মিষ্টি খেতে – বাসরে বাস – এক জাম্বুবান! নিম্নমুখো-যষ্টি ছেলে দশটি ছেলেContinue Reading

পূবের হাওয়া— কাজী নজরুল ইসলাম

হোলি
কৃত: কাজী নজরুল ইসলাম
গ্রন্থ:

আয় লো সই খেলব খেলা ফাগের ফাজিল পিচকিরিতে। আজ শ্যামে জোর করব ঘায়েল হোরির সুরের গিটকিরিতে। বসন ভূষণ ফেল লো খুলে, দে দোল দে দোদুল দুলে, কর লালে লাল কালার কালো আবির হাসির টিটকিরিতে॥Continue Reading