» » হোঁদলকুঁৎকুতের বিজ্ঞাপন

বর্ণাকার

হোঁদলকুঁৎকুতের বিজ্ঞাপন

মিচকে-মারা কয় না কথা মনটি বড়ো খুঁতখুঁতে।

‘ছিঁচকাঁদুনে’ ভ্যাবিয়ে ওঠেন একটু ছুঁতেই না ছুঁতে।

ড্যাবরা ছেলে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে থেকে গাল ফুলান,

সন্দেশ এবং মিষ্টি খেতে – বাসরে বাস – এক জাম্বুবান!

নিম্নমুখো-যষ্টি ছেলে দশটি ছেলে লুকিয়ে খান,

বদমায়েশির মাসি পিসি, আধখানা চোখ উঁচিয়ে চান!

হাঁদারা হয় হদ্দ বোকার, সব কথাতেই হাঁ করে!

ডেঁপো চতুর আধ-ইশারায় সব বুঝে নেয় ঝাঁ করে!

ভোঁদা খোকার নামটি ভুঁদো বুদ্ধি বেজায় তার ভোঁতা।

সব চেয়ে ভাই ইবলিশ হয় যে ছেলেদের ঘাড় কোঁতা।

পুঁয়ে-লাগা সুঁটকো ছেলে মুখটা সদাই মুচকে রয়!

পেটফুলো তার মস্ত পিলে, হাত-পাগুলোও কুঁচকে রয়!

প্যাঁটরা ছেলের য়্যাব্বড়ো পেট, হাত নুলো আর পা সরু!

চলেন যেন ব্যাংটি হো হো উ-র্ গজ-ঢাক গাল পুরু!

গাবদা ছেলের মনটি সাদা একটুকুতেই হন খুশি,

আদর করে মা তারে তাই নাম দিয়েছেন মনটুসি।

ষাঁড়ের নাদ সে নাদুস নুদুস গোবর-গণেশ যে শ্রীমান,

নাঁদার মতন য়্যাভ ভুঁড়ি তাঁর চলতে গিয়ে হুমড়ি খান!

ছ্যাঁচড় ছেলে বেদড় ভারি ধুমসুনি খায় সব কথায়।

উদমো ছেলে ছটফটে খুব একটুকুতেই উতপুতায়!

ফটকে ছেলে ছটকে বেড়ায় আঁটি তারা বজ্জাতের,

দুষ্টু এবং চুলবুলেরা সবখানে পায় লজ্জা ঢের।

বোঁচা-নাকা খাঁদা যে হয় নাম রেখো তার চামচিকে,

এসব ছেলে তেঁদড় ভারী ডরায় না দাঁত-খামচিকে!

টুনিখুকির মুখটি ছোটো টুনটুনি তার মন সরল,

ময়না-মানিক নাম যার ভাই মনটি তারও খুব তরল!

গাল টেবো যাঁর নাম টেবি তাঁর একটুকুতেই যান রেগে।

কান-খড়কে মায়ের লেঠা, রয় ঘুমুলেও কান জেগে।

খুদে খুকির নামটি টেপু মা-দুলালি আবদেরে।

ডর-পুকুনে আঁতকে ওঠে নাপতে দেখে আঁক করে!

পুঁটুরানি বাপ-সোহাগি, নন্দদুলাল মানিক মা-র,

দাদু বুড়োর ন্যাওটা যে ভাই মটরু ছাগল নামটি তার!

ভুতো ছেলে ঠগ বড়ো হয়, ভয় করে না কাউকে সে,

নাই পরোয়া যতই কেন কিল আর থাপড় দাও ঠেসে।

দস্যি ছেলে ভয় করে না চোখ-রাঙানি ভূত-পেরেত,

সতর-চোখি জুজুর খোঁজে বেড়িয়ে বেড়ায় রাত বিরেত!

ডানপিটেরা ঝুলঝাপপুর গুলি-ডাণ্ডায় মদ্দ খুব!

বাঁদরা-মুখোর ভ্যাংচিয়ে মুখ দাঁত খিঁচে বে-হদ্দ হুব!

বীর বাদল সে – দেশের তরে প্রাণ দিতে ভাই যে শিখে,

আনবে যে সাত-সাগর-পারের বন্দিনী দেশ-লক্ষ্মীকে!

কেউ যদি ভাই হয় তোমজদের এমনিতরো মর্দ ফেরো,

হো হো! তাকে পাঠিয়ে দেব বাচ্চা হোঁদল কুতকুতের!