ঝিঙে ফুল
‘ঝিঙে ফুল’ ১৩৩৩ সালের আশ্বিন মাসে গ্রন্থাকারে বাজারে বের হয় বলে সাপ্তাহিক ‘গণবাণী’ পত্রিকার বিজ্ঞাপন দৃষ্টে অনুমিত হয়। পক্ষান্তরে বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসরণ করে আলী আহমদ দেখিয়েছেন যে, ‘ঝিঙে ফুল’ ১৯২৬ খৃষ্টাব্দের এপ্রিল (মুতাবিক চৈত্র বা বৈশাখ) মাসে প্রকাশিত হয়। প্রকাশক গোপালদাস মজুমদার, ডি. এম. লাইব্রেরী, ৬১ কর্ণওয়ালিশ ষ্ট্রিট, কলিকাতা। মুদ্রাকর কান্তিক প্রেস, ২২ সুকিয়া ষ্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ২ + ৪২, মূল্য বারো আনা।
১৩২৮ বঙ্গাব্দের শ্রাবণে ‘মা’, কার্তিকে ‘খোকার বুদ্ধি’, এবং মাঘে ‘খোকার গল্প বলা’, ও ‘চিঠি’ বঙ্গীয় মুসলমান সাহিত্য-পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
‘হোঁদল কুৎকুতের বিজ্ঞাপন’ ১৩২৭ জ্যৈষ্ঠের ‘অঙ্কুর’ পত্রিকায় বের হয়।
উৎসর্গ
বীর বাদলকে