» » খোকার খুশি

বর্ণাকার

খোকার খুশি

কী যে ছাই ধানাই-পানাই –

সারাদিন বাজছে সানাই,

এদিকে কারুর গা নাই

আজই না মামার বিয়ে!

বিবাহ! বাস, কী মজা!

সারাদিন মণ্ডা গজা

গপাগপ খাও না সোজা

দেয়ালে ঠেসান দিয়ে।

তবু বর হচ্ছিনে ভাই,

বরের কী মুশকিলটাই –

সারাদিন উপোস মশাই

শুধু খাও হরিমটর!

শোনো ভাই, মোদের যবে

বিবাহ করতে হবে–

‘বিয়ে দাও’ বলব, ‘তবে

কিছুতেই হচ্ছিনে বর!’

সত্যি, কও না মামা,

আমাদের অমনি জামা

অমনি মাথায় ধামা

দেবে না বিয়ে দিয়ে?

মামিমা আসলে এ ঘর

মোদেরও করবে আদর?

বাস, কী মজার খবর!

আমি রোজ করব বিয়ে॥