» » স্বতঃসিদ্ধ

বর্ণাকার

স্বতঃসিদ্ধ

মৃত্যুর মৃত্তিকা ‘পরে ভিত্তি প্রতিকূল –

সেখানে নিয়ত রাত্রি ঘনায় বিপুল;

সহসা চৈত্রের হাওয়া ছড়ায় বিদায় :

স্তিমিত সূর্যের চোখে অন্ধকার ছায়।

বিরহ-বন্যার বেগে প্রভাতের মেঘ

রাত্রির সীমায় এসে জানায় আবেগ,

ধূসর প্রপঞ্চ-বিশ্ব উন্মুক্ত আকাশে

অনেক বিপন্ন স্মৃতি বয়ে নিয়ে আসে।

তবু তো প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা

অজস্র ফুলের রাজ্যে বাঁধে লঘু বাসা;

রাত্রির বিবর্ণ স্মৃতি প্রভাতের বুকে

ছড়ায় মলিন হাসি নিরর্থ-কৌতুকে॥