বর্ণাকার

সুতরাং

এত দিন ছিল বাঁধা সড়ক,

আজ চোখে দেখি শুধু নরক!

অত আঘাত কি সইবে,

যদি না বাঁচি দৈবে?

চারি পাশে লেগে গেছে মড়ক!

বহুদিনকার উপার্জন,

আজ দিতে হবে বিসর্জন।

নিষ্ফল যদি পন্থা;

সুতরাং ছেঁড়া কন্থা

মনে হয় শ্রেয় বর্জন॥