দ্বিতীয় পর্ব

শ্রীকান্ত দ্বিতীয় পর্ব ১৩২৪ সালের আষাঢ় থেকে ভাদ্র, অগ্রহায়ণ থেকে চৈত্র এবং ১৩২৫ সালের বৈশাখ থেকে আষাঢ়, ভাদ্র, আশ্বিন সংখ্যা ‘ভারতবর্ষ’ পত্রে সর্বপ্রথম প্রকাশিত হয়। তখনও এর নাম ছিল ‘শ্রীকান্তর ভ্রমণ কাহিনী’। এর মধ্যে ১৩২৪ বঙ্গাব্দের আশ্বিন ও কার্তিক সংখ্যা এবং ১৩২৫ বঙ্গাব্দের শ্রাবণ মাসের সংখ্যায় উপন্যাসটি প্রকাশিত হয়নি। শ্রীকান্তের প্রকাশিত এই পনের পরিচ্ছেদ নিয়ে ১৯১৮ খ্রিষ্টাব্দের ২৪শে সেপ্টেম্বর (ভাদ্র, ১৩২৫ বঙ্গাব্দ) গুরুদাস চট্টোপাধ্যায় অ্যাণ্ড সন্স, শ্রীকান্ত দ্বিতীয় পর্ব নাম দিয়ে পুস্তকাকারে প্রকাশ করে।