রৌদ্রদগ্ধের গান

এবার আমার জ্যোতির্গেহে তিমির প্রদীপ জ্বালো। আনো অগ্নিবিহীন দীপ্তিশিখার তৃপ্তি অতল কালো। তিমির প্রদীপ জ্বালো॥ নয়ন আমার তামস-তন্দ্রালসে ঢুলে পড়ুক ঘুমের সবুজ রসে, রৌদ্র-কুহুর দীপক-পাখা পড়ুক টুটুক খসে, আমার নিদাঘদাহে অমামেঘের নীল অমিয়া ঢালো। তিমিরContinue Reading

অকাল-সন্ধ্যা

[জয়জয়ন্তী কীর্তন] খোলো মা দুয়ার খোলো প্রভাতেই সন্ধ্যা হল দুপুরেই ডুবল দিবাকর গো। সমর শয়ান ওই সুত তোর বিশ্বজয়ী কাঁদনের উঠছে তুফান ঝড় গো॥ সবারে বিলিয়ে সুধা, সে নিল মৃত্যু-ক্ষুধা, কুসুম ফেলে নিল খঞ্জর গো!Continue Reading

রাজ-ভিখারী

কোন্ ঘর-ছাড়া বিবাগির বাঁশি শুনে উঠেছিলে জাগি ওগো চির-বৈরাগী! দাঁড়ালে ধূলায় তব কাঞ্চন-কমল-কানন ত্যাগি– ওগো চির-বৈরাগী! ছিলে ঘুম-ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধাতুর-সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধারContinue Reading

স্মরণে

স্মরণে আজ নতুন করে পড়ল মনে মনের মতনে এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে। কার কথা আজ তড়িৎ-শিখায় জাগিয়ে গেল আগুন লিখায়, ভোলা যে মোর দায় হল হায় বুকের রতনে। এই শাঙন সাঁঝের ভেজাContinue Reading

বে-শরম

আরে আরে সখী বারবার ছি ছি ঠারত চঞ্চল আঁখিয়া সাঁবলিয়া। দুরু দুরু গুরু গুরু কাঁপত হিয়া উরু হাথসে গির যায় কুঙ্কুম-থালিয়া॥ আর না হোরি খেলব গোরি আবির ফাগ দে পানি মে ডার   হা প্যারি–Continue Reading

প্রণয় নিবেদন

লো কিশোরী কুমারী! পিয়াসি মন তোমার ঠোঁটের একটি গোপন চুমারই॥ অফুট তোমার অধর ফুলে কাঁপন যখন নাচন তুলে একটু চাওয়ায় একটু ছুঁলে গো! তখন এ-মন যেমন কেমন-কেমন কোন্ তিয়াসে কোঙারি? – ওই শরম-নরম গরম ঠোঁটেরContinue Reading

কৃষাণের গান

ওঠ রে চাষি জগদ্‌বাসী ধর কষে লাঙল। আমরা মরতে আছি – ভালো করেই মরব এবার চল॥ মোদের উঠান-ভরা শস্য ছিল হাস্য-ভরা দেশ ওই বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ, ও ভাই লক্ষ হাতে টানছেContinue Reading

শ্রমিকের গান

ওরে ধ্বংস-পথের যাত্রীদল! ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল॥ আমরা হাতের সুখে গড়েছি ভাই, পায়ের সুখে ভাঙব চল। ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল॥ ও ভাই আমাদেরই শক্তিবলে পাহাড় টলে তুষার গলে মরুভূমে সোনার ফসল ফলে রে!Continue Reading

ধীবরদের গান

আমরা নীচে পড়ে রইব না আর শোন রে ও ভাই জেলে, এবার উঠব রে সব ঠেলে! ওই বিশ্ব-সভায় উঠল সবাই রে, ওই মুটে মজুর হেলে। এবার উঠব রে সব ঠেলে॥ আজ সবার গায়ে লাগছে ব্যথাContinue Reading

ছাত্রদলের গান

আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মুর্সে তুফান উর্ধ্বে বিমান ঝড়-বাদল। আমরা ছাত্রদল॥ মোদের আঁধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়! যুগে-যুগে সিক্ত হলContinue Reading

কাণ্ডারী হুশিয়ার!

কোরাস : ১ দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার! দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছেContinue Reading

প্রার্থনা

[গান] এসো যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয়। এসো চির-সুন্দর অভেদ অসংশয়। জয় জয়। জয় জয়। এসো বীর অনাগত বজ্র-সমুদ্যত। এসো অপরাজেয় উদ্ধত নির্দয়। জয় জয়। জয় জয়। হে মৌনী জন-গণ- বেদনা-বিমোচন- যুগ-সেনানায়ক! জাগো জ্যোতির্ময়। জয় জয়। জয়Continue Reading

বিদায়-স্মরণে

পথের দেখা এ নহে গো বন্ধু এ নহে পথের আলাপন। এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন॥ নিমিষে নিমিষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে আসনি বিজয়ী—এলে সখা হয়ে, হেসে হরে নিলে প্রাণ-মন॥Continue Reading

পথের স্মৃতি

পথিক ওগো, চলতে পথে তোমায় আমায় পথের দেখা। ঐ দেখাতে দুইটি হিয়ায় জাগল প্রেমের গভীর রেখা॥ এই যে দেখা শরৎ-শেষে পথের মাঝে অচিন দেশে, কে জানে ভাই কখন কে সে চলব আবার পথটি একা॥ এইContinue Reading

উন্মনা

ওগো আজ কেন মন উদাস এমন কাঁদছে পুবের হাওয়ার পারা। কে যেন মোর নেই গো কাছে কোন প্রিয়-মুখ আজকে হারা॥ দিকে দিকে বিবাগী মন খুঁজে ফেরে কোন প্রিয়জন? কোথায় সে মোর মনের মতন বুকের রতনContinue Reading

উৎসর্গ

সুর-শিল্পী, বন্ধু দিলীপকুমার রায় করকমলেষু আমার শুধু এ বাণী হে বন্ধু, আমার শুধু এ গান। তুমি তারে দিলে রূপ-রঙ্গিমা, তুমি তারে দিলে প্রাণ। আমার ব্যথায় বেঁধেছিল নীড় যে গানের বুল্‌বুলি, আপনি আসিয়া আদরে তাহারে বক্ষেContinue Reading

বাগিচায় বুলবুলি তুই

১ ভৈরবী—কাহারবা বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল॥ আজও হায় রিক্ত শাখায় উত্তরী-বায় ঝুরছে নিশিদিন, আসেনি দখ্‌নে হাওয়া গজল্-গাওয়া মৌমাছি বিভোল॥ করে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে,Continue Reading

আমারে চোখ-ইশারায়

২ জৌনপুরী-আশাবরী—কাহারবা আমারে চোখ-ইশারায় ডাক দিলে হায় কে গো দরদী। খুলে দাও রং-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি॥ গোপনে চৈতি হাওয়ায় গুল-বাগিচায় পাঠালে লিপি, দেখে তাই ডাকছে ডালে কূ কূ বলে কোয়েলা ননদী॥ পাঠালে ঘূর্ণি-দূতী ঝড়-কপোতী বৈশাখেContinue Reading

বসিয়া বিজনে কেন একা মনে

৩ ইমন-মিশ্র গজল—কাহারবা বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরণে চল লো গোরী। চল জলে চল কাঁদে বনতল, ডাকে ছলছল জল-লহরী॥ দিবা চলে যায় বলাকা-পাখায়, বিহগের বুকে বিহগী লুকায়! কেঁদে চখাচখি মাগিছে বিদায় বারোয়াঁর সুরেContinue Reading

ভুলি কেমনে আজও যে মনে

৪ পিলু—কাহারবা-দাদরা ভুলি কেমনে আজও যে মনে   বেদনা-সনে রহিল আঁকা। আজও সজনি দিন রজনি   সে বিনে গণি তেমনই ফাঁকা॥ আগে মন করলে চুরি,   মর্মে শেষে হানলে ছুরি, এত শঠতা এত যে ব্যথাContinue Reading