খোশ-আমদেদ

আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালী। ও চরণ ছুঁই কেমন হাতে মোর মাখা যে কালি॥ দখিনের হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি শবে-রাত আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি॥ তালিবান ঝুমকি বাজায়, গায় মোবারক-বাদContinue Reading

নওরোজ

রূপেরে সওদা কে করিবি তোরা আয় রে আয়, নওরোজের এই মেলায়! ডামাডোল আজি চাঁদের হাট লুট হল রূপ হল লোপাট! খুলে ফেলে লাজ শরম-টাট রূপসীরা সব রূপ বিলায় বিনি-কিম্মতে হাসি-ইঙ্গিতে হেলাফেলায় নওরোজের এই মেলায়! শা’জাদাContinue Reading

অগ্র-পথিক

অগ্র-পথিক হে সেনাদল, জোর  -কদম  চল্ রে চল্। রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন ভাইরা মোর, বসি বসুধায় নব অভিযান আজিকে তোর! রাখ তৈয়ার হাথেলিতে হাথিয়ার জোয়ান, হান রে নিশিত পাশুপতাস্ত্র অগ্নিবাণ! কোথায় হাতুড়ি কোথা শাবল? অগ্র-পথিক রেContinue Reading

ঈদ-মোবারক

শত যোজনের কত মরুভূমি পারায়ে গা, কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো, বরষের পরে আসিলে ঈদ! ভুখারীর দ্বারে সওগাত বয়ে রিজওয়ানের, কণ্টক-বনে আশ্বাস এনে গুল-বাগের, সাকিরে ‘জামের’ দিলে তাগিদ! খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিগ‍্‍বিদিক,Continue Reading

আয় বেহেশ‍্‍তে কে যাবি আয়

আয় বেহেশ‍্‍তে কে যাবি, আয় প্রাণের বুলন্দ দরওয়াজায়, ‘তাজা-ব-তাজা’-র গাহিয়া গান চির-তরুণের চির-মেলায়! আয় বেহেশ‍্‍তে কে যাবি আয়॥ যুবা-যুবতির সে দেশে ভিড়, সেথা যেতে নারে বুঢ‍্‍ঢা পীর, শাস্ত্র-শকুন জ্ঞান-মজুর যেতে নারে সেই হুরি-পরির শারাব সাকিরContinue Reading

চিরঞ্জীব জগলুল

প্রাচী’র দুয়ারে শুনি কলরোল সহসা তিমির-রাতে, মেসেরের শের, শির, শমশের–সব গেল এক সাথে! সিন্ধুর গলা জড়ায়ে কাঁদিতে–দু’ তীরে ললাট হানি ছুটিয়া চলেছে মরু-বকৌলি ‘নীল’ দরিয়ার পানি! আঁচলের তার ঝিনুক মাণিক কাদায় ছিটায়ে পড়ে, সোঁতের শ্যাওলাContinue Reading

আমানুল্লাহ্

খোশ্-আম্‌দেদ আফগান-শের! – অশ্রুরুদ্ধ কণ্ঠে আজ– সালাম জানায় মুসলিম-হিন্দ শরমে নোয়ায়ে শির বে-তাজ! বান্দা যাহারা বন্দেগী ছাড়া কী দিবে তাহারা, শাহানশাহ্! নাই সে ভারত মানুষের দেশ! এ শুধু পশুর কতল‌্গাহ্! দস্তে তোমার দস্ত রাখিয়া নাইContinue Reading

উমর ফারুক

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মত এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মুমেনীন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি–জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই–উঠিয়াছে কি রে গগনে মরুরContinue Reading

উৎসর্গ

বিরাট-প্রাণ, কবি দরদী– প্রিন্সিপাল শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মৈত্র শ্রীচরণারবিন্দেষু দেখিয়াছি হিমালয়, করিনি প্রণাম, দেবতা দেখিনি, দেখিয়াছি স্বর্গধাম।… সেদিন প্রথম যবে দেখিনু তোমারে, হে বিরাট মহাপ্রাণ, কেন বারেবারে মনে হল এত দিনে দেখিনু দেবতা! চোখ পুরে এলContinue Reading

ঝরা পালক

–ওগো ও চক্রবাকী তোমারে খুঁজিয়া অন্ধ হল যে চক্রবাকের আঁখি! কোথা কোন লোকে কোন নদী পারে রহিলে গো তারে ভুলে? হেথা সাথী তব ডেকে ডেকে ফেরে ধরণীর কূলে কূলে। দিবসে ঘুমালে সব ভুলে যার পাখায়Continue Reading

তোমারে পড়িছে মনে

তোমারে পড়িছে মনে আজি   নীপ-বালিকার ভীরু-শিহরণে, যূথিকার অশ্রু-সিক্ত ছলছল মুখে কেতকী-বধূর অবগুন্ঠিত ও বুকে– তোমারে পড়িছে মনে। হয়ত তেমনই আজি দূর বাতায়নে ঝিলিমিলি-তলে ম্লান     লুলিত অঞ্চলে চাহিয়া বসিয়া আছ একা, বারেবারে মুছেContinue Reading

বাদল-রাতের পাখি

বাদল-রাতের পাখি! কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও ‘বউ কথা কও’ শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা?… তুমি কাঁদিয়াছ ‘বউ কথা কও’ সে-কাঁদনে তব সাথেContinue Reading

স্তব্ধ-রাতে

থেমে আসে রজনীর গীত-কোলাহল, ওরে মোর সাথী আঁখি-জল, এইবার তুই নেমে আয়– অতন্দ্র এ নয়ন-পাতায়। আকাশে শিশির ঝরে, বনে ঝরে ফুল, রূপের পালঙ্ক বেয়ে ঝরে এলোচুল; কোন্ গ্রহে কে জড়ায়ে ধরিছে প্রিয়ায়, উল্কার মাণিক ছিঁড়েContinue Reading

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি

বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী! ওগো বন্ধুরা, পাণ্ডুর হয়ে এল বিদায়ের রাতি! আজ হতে হল বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হল বন্ধ মোদের আলাপন নিরিবিলি।… অস্ত-আকাশ-অলিন্দে তার শীর্ণ কপোল রাখি কাঁদিতেছে চাঁদ,Continue Reading

কর্ণফুলী

ওগো ও কর্ণফুলী, উজাড় করিয়া দিনু তব জলে আমার অশ্রুগুলি। যে লোনা জলের সিন্ধু-সিকতে নিতি তব আনাগোনা, আমার অশ্রু লাগিবে না সখী তার চেয়ে বেশি লোনা! তুমি শুধু জল করো টলমল; নাই তব প্রয়োজন আমারContinue Reading

শীতের সিন্ধু

ভুলি নাই পুনঃ তাই আসিয়াছি ফিরে ওগো বন্ধু, ওগো প্রিয়, তব সেই তীরে! কূল-হারা কূলে তব নিমেষের লাগি খেলিতে আসিয়া হায় যে কবি বিবাগী সকলই হারায়ে গেল তব বালুচরে,– ঝিনুক কুড়াতে এসে–গেল আঁখি ভরে তবContinue Reading

পথচারী

কে জানে কোথায় চলিয়াছি ভাই মুসাফির পথচারী, দুধারে দুকূল দুঃখ-সুখের–মাঝে আমি স্রোত-বারি! আপনার বেগে আপনি ছুটেছি জন্ম-শিখর হতে বিরাম-বিহীন রাত্রি ও দিন পথ হতে আন্‌পথে। নিজ বাস হল চির-পরবাস, জন্মের ক্ষণপরে বাহিরিনু পথে গিরি-পর্বতে–ফিরি নাইContinue Reading

মিলন-মোহনায়

হায় হাবা মেয়ে, সব ভুলে গেলি দয়িতের কাছে এসে! এত অভিমান এত ক্রন্দন সব গেল জলে ভেসে! কূলে কূলে এত ভুলে ফুলে কাঁদা আছড়ি-পিছাড়ি তোর, সব ভুলে গেলি যেই বুকে তোরে টেনে নিল মনোচোর! সিন্ধুরContinue Reading

গানের আড়াল

তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান– এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান? অন্তর-তলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয়? হয়ত কেবলই গাহিয়াছি গান, হয়ত কহিনি কথা, গানেরContinue Reading

ভীরু

১ আমি জানি তুমি কেন চাহ না কো ফিরে। গৃহকোণ ছাড়ি আসিয়াছ আজ দেবতার মন্দিরে। পুতুল লইয়া কাটিয়াছে বেলা আপনারে লয়ে শুধু হেলা-ফেলা, জানিতে না, আছে হৃদয়ের খেলা আকুল নয়ন-নীরে, এত বড় দায় নয়নে নয়নেContinue Reading