একটু পরে রোদ উঠবে

গ্রন্থপরিচয় প্রচেত গুপ্ত রচিত উপন্যাস ‘একটু পরে রোদ উঠবে’ প্রথম প্রকাশিত হয় জানুয়ারি ২০১৭; প্রকাশক পত্রভারতী। প্রচ্ছদ এঁকেছেন সৌজন্য চক্রবর্তী। উপন্যাসটির উৎসর্গ পাতায় লেখা আছে— পৌলোমী বসু ব্রাত্য বসু সুজনেষু লেখকের কথা এক শীত শীতContinue Reading

প্রথম কিস্তি

এক খুব বেশি হলে পনেরো সেকেন্ড। তার থেকেও কম হতে পারে। গুনে গুনে ক’টা কথা। একবার পেটের কাছে চুলকুনি আর একটু চোঁয়া ঢেকুর। তাও পুরো ঢেকুর নয়, আধখানা ঢেকুর। সেই ঢেকুর গলার কাছ পর্যন্ত এসেContinue Reading

দ্বিতীয় কিস্তি

এগার অপকারীর বিপদ আসে যেচে, পরোপকারীর বিপদ আসে নেচে। এই প্রবাদ কোনও সত্যি প্রবাদ নয়, মেঘবতীর বানানো। বরের জন্য বানিয়েছে। এর মানে হল, কারও অপকার করলে বিপদ নিজে থেকেই ডেকে আনা হয়, কিন্তু কারও উপকারContinue Reading

তৃতীয় কিস্তি

একুশ কমলকান্তি শান্তভাবে বললেন, ‘কী করবি?’ বারিধারা বলল, ‘দাদু, তুমি জানো, আমি কী করব।’ কমলকান্তি বললেন, ‘আন্দাজ করতে পারছি। মোস্ট ইনটেলিজেন্ট লিস্টে এক নম্বরে যে বোকার নাম রয়েছে, এই ধরনের সিচুয়েশনে সে কী করতে পারে,Continue Reading

চতুর্থ কিস্তি

একত্রিশ ‘দ্য ক্যালকাটা’ হোটেলের ঘরে ঢুকে বৈশাখী সান্যাল অবাক হলেন। এই দুনিয়ায় ঠকবাজ, জালিয়াত, দু’নম্বরী লোকদের দেখতে বেশি ভদ্রলোকের মতো হয়। অরিজিনালের থেকে বেশি। পোশাক-আশাক ফিটফাট। কথাবার্তা, চালচলন, জুতো পালিশের মতো চকচকে। হয় শুদ্ধ বাংলা,Continue Reading

পঞ্চম কিস্তি

একচল্লিশ তমসা আরেক হাত ভাত তুলে দিল অর্চিনের প্লেটে। অন্য কোনও সময় হলে অর্চিন বারণ করত, আজ করল না। তার খিদে পেয়েছে। থানা থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে চলে যাচ্ছিল অর্চিন। শেখর আটকাল। ‘আমার বাড়িতে চল। খেয়েContinue Reading

ষষ্ঠ কিস্তি

একান্ন কর্ণিকা বাড়িতে ঢুকেই থমকে দাঁড়াল। ড্রইংরুমে দুজন মহিলা বসে। এদের মধ্যে একজনকে কর্ণিকা চেনে। মায়ের দূর সম্পর্কের আত্মীয়। করবী মাসি। টালিগঞ্জের দিকে কোথায় যেন থাকে। অন্যজনকে চিনতে পারছে না। করবী মাসি সোফায় বসে আছেন,Continue Reading

সপ্তম কিস্তি

একষট্টি ‘ওই কে এলে আকাশ পরে দিক-ললনার প্রিয়/ চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়…’ মণিকুন্তলা গান করছেন। গলা খুলে নয়, গুনগুন করে। তিনি ছোট মেয়ের ঘর গোছাতে এসেছেন। বাসি জামা, বিছানার চাদর,  বালিশের ওয়াড় আলাদাContinue Reading