» » সূর্য-প্রণাম : উদয়াচল

স্তব

আবৃত্তি

কবিগুরু আজ মধ্যাহ্নের অর্ঘ্য

দিলাম তোমায় সাজায়ে,

পৃথিবীর বুকে রচেছ শান্তিস্বর্গ

মিলনের সুর বাজায়ে।

যুগে যুগে যত আলোক-তীর্থযাত্রী

মিলিবে এখানে আসিয়া,

তোমার স্বর্গ এনে দেবে মধুরাত্রি

তাহাদের ভালবাসিয়া।

তারা দেবে নিতি শান্তির জয়মাল্য

তোমার কণ্ঠে পরায়ে,

তোমার বাণী যে তাহাদের প্রতিপাল্য,

মর্মেতে যাবে জড়ায়ে।

তুমি যে বিরাট দেবতা শাপভ্রষ্ট

ভুলিয়া এসেছ মর্তে;

পৃথিবীর বিষ পান করে নাই এখনো তোমার ওষ্ঠ

ঝঞ্ঝা-প্রলয়-আবর্তে।

আজিকার এই ধূলিময় মহাবাসরে

তোমারে জানাই প্রণতি,

তোমার পূজা কি শঙ্খ ঘন্টা কাঁসরে?

ধূপ-দীপে তব আরতি?

বিশ্বের আজ শান্তিতে অনাসক্তি,

সভ্য মানুষ যোদ্ধা,

চলেছে যখন বিপুল রক্তারক্তি,

তোমারে জানাই শ্রদ্ধা।