» » সূর্য-প্রণাম : উদয়াচল

বর্ণাকার

সূর্য-প্রণাম
উদয়াচল

আগমনী

সমবেত গান

পূব সাগরের পার হতে কোন পথিক তুমি উঠলে হেসে,

তিমির ভেদি ভুবন-মোহন আলোর বেশে।

ওগো পথিক, তোমার আলোয় ঘুচুক জরা

ছন্দে নাচুক বসুন্ধরা।

গগনপথে যাত্রা তোমার নিরুদ্দেশে।

তুমি চিরদিনের দোলে দোলাও অনন্ত আবর্তনে,

নৃত্যে কাঁপুক চিত্ত মোদের নটরাজের নর্তনে।

আলোর সুরে বাজাও বাঁশি,

চিরকালের রূপ-বিকাশি’

আঁধার নাশে সুন্দর হে তোমার বাণীর মূক আবেগে॥