» » সূর্য-প্রণাম : উদয়াচল

আবির্ভাব

আবৃত্তি

সূর্যদেব,

আজি এই বৈশাখে খরতপ্ত তেজে

পৃথিবী উন্মত্ত যবে তুমি এলে সেজে

কনক-উদয়াচলে প্রথম আবেগে

ফেলিলে চরণচিহ্ন, তার স্পর্শ লেগে

ধরণী উঠিল কাঁপি গোপন স্পন্দনে

সাজাল আপন দেহ পুষ্প ও চন্দনে

তব পূজা লাগি। পৃথিবীর চক্ষুদান

হল সেই দিন। অন্ধকার অবসান,

যবে দ্বার খুলে প্রভাতের তীরে আসি

বলিলে, হে বিশ্বলোক তোরে ভালবাসি,

তখনি ধরিত্রী তার জয়মাল্যখানি

আশীর্বাদসহ তব শিরে দিল আনি–

সস্মিত নয়নে। তারে তুমি বলেছিলে,

জানি এ যে জয়মাল্য, মোরে কেন দিলে?

কতবার তব কানে পঁচিশে বৈশাখ

সুদূরের তরে শুধু দিয়ে গেল ডাক,

তুমি বলেছিলে চেয়ে সম্মুখের পানে

“হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।”