বিভূতিভূষণ মুখোপাধ্যায়

রাণুর প্রথম ভাগ

শ্রীবিভূতিভূষণ মুখোপাধ্যায় বিরচিত ‘রাণুর প্রথম ভাগ’ প্রথম সংস্করণ প্রকাশিত হয় বৈশাখ ১৩৪৪ বঙ্গাব্দে। রঞ্জন পাব্‌লিশিং হাউস, ২৫২ মোহনবাগান রো কলিকাতা-র পক্ষে শনিরঞ্জন প্রেস, ২৫/২ মোহনবাগান রো, কলিকাতা হইতে শ্রীসৌরীন্দ্রনাথ দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হয়। একই প্রকাশনালয় হতে অগ্রহায়ণ ১৩৪৭, আশ্বিন ১৩৫০ ও বৈশাখ ১৩৫২-তে গ্রন্থটি পুনর্মুদ্রিত হয়।

উৎসর্গ

পূজ্যপাদ পিতৃদেব

এবং

পূজনীয়া মাতৃদেবীর

করপদ্মে

এই বইখানি

বিপুল সার্থকতার আনন্দের সহিত

সমর্পিত হইল।

দ্বারবঙ্গ
বৈশাখী-পূর্ণিমা, বঙ্গাব্দ ১৩৪৪
—গ্রন্থকার

প্রথম সংস্করণের ভূমিকা

মাটি এবং মন লইয়া দেশ। বাংলা দেশের মাটি বড় ভিজা এবং মন বড় অশ্রুসিক্ত। আশার কথা, মাটি আর বেশি দিন ভিজা থাকিবে না;—নদী, খাল, বিল সব জাহান্নমে চলিয়াছে।

মনের দিকটা।—যদি একদণ্ডও অশ্রুর ধারা একটু বন্ধ করা যায়, সেই জন্যই এই আয়োজনটুকু। আশা, এই আয়োজনটুকু। আশা, না দুরাশা বুঝিতে না পারিতেছি না।

বইখানির সমস্ত ইতিহাসের সঙ্গে দুইজনের নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত,–এক ‘প্রবাসী’র সহকারী সম্পাদক সোদরোপম শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি আমার বইয়ের কথা আমার চেয়ে ঢের বেশি ভাবিয়া আসিয়াছেন, আর দ্বিতীয় সুহৃদ্বর শ্রীযুক্ত সজনীকান্ত দাস, যাহার আগ্রহ ব্যতীত বইখানির প্রকাশ সম্ভব ছিল না। দুইজনের নিকটেই গভীর কৃতজ্ঞতা জানানো রহিল।

গ্রন্থকার