
আসিলে এ ভাঙা ঘরে
২৫ পিলু-ভৈরবী—কাহারবা আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিতি॥ বকুল-বনের সাকি নটিন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুরা, মাতায় কানন-বীথি॥ বনের বেশর গাঁথে কদম-কেশর ঝুরি, শিশির-চুনির হারে উজল উশীর-সিঁথি॥ তিতির শিখীরContinue Reading