আসিলে এ ভাঙা ঘরে

২৫ পিলু-ভৈরবী—কাহারবা আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিতি॥ বকুল-বনের সাকি নটিন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুরা, মাতায় কানন-বীথি॥ বনের বেশর গাঁথে কদম-কেশর ঝুরি, শিশির-চুনির হারে উজল উশীর-সিঁথি॥ তিতির শিখীরContinue Reading

আজি দোল পূর্ণিমাতে

২৬ কালাংড়া-বসন্ত-হিন্দোল—দাদরা আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়। দখিনার দোল লেগেছে দোলন-চাঁপায়॥ দোলে আজ দোল-ফাগুনে ফুল-বাণ আঁখির তূণে, দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়॥ দুলে আজ শিথিল বেণি, দুলে বধূর মেখলা, দুলে গো মালার পলাContinue Reading

রুমুঝুমু রুমুঝুম্

২৭ পিলু—দাদরা রুমুঝুমু রুমুঝুম্ কে এল নূপুর-পায়। ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ-ঘায়॥ সে নাচে তটিনী-জল টলমল টলমল, বনের বেণী উতল ফুলদল মুরছায়॥ বিজরি জরির আঁচল ঝলমল ঝলমল, নামিল নভে বাদল ছলছল বেদনায়॥ দুলিছে মেখলা-হারContinue Reading

আজি এ কুসুম-হার

২৮ সিন্ধু কাফি-খাম্বাজ—যৎ   আজি এ কুসুম-হার সহি কেমনে   ঝরিল যে ধুলায় চির অবহেলায়   কেন এ অবেলায় পড়ে তারে মনে॥   তব তরে মালা গেঁথেছি নিরালা   সে ভরেছে ডালা নিতি নব ফুলে।Continue Reading

গরজে গম্ভীর গগন কম্বু

২৯ মালকৌষ—গীতঙ্গী গরজে গম্ভীর গগন কম্বু। নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু॥ সে নাচ-হিল্লোলে জটা-আবর্তনে সাগর ছুটে আসে গগন-প্রাঙ্গণে। আকাশে শূল হানি শোনাও নব বাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসীদ শম্ভু॥ ললাট-শশী টলি জটায় পড়ে ঢলি, সে-শশী-চমকে গোContinue Reading

হাজার তারার হার হয়ে

৩০ ছায়ানট—কাওয়ালি হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে। তমাল-ডালে ঝুলাই ঝুলাই নাচাই শিখী কদম-তলে॥ ‘বউ কথা কও’ বলে পাখি করে যখন ডাকাডাকি, ব্যথার বুকে চরণ রাখি নামি বধূর নয়ন-জলে॥ ভয়ঙ্করের কঠিন আঁখি আঁখিরContinue Reading

অধীর অম্বরে গুরু গরজন

৩১ হাম্বীর—কাওয়ালি অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ বাজে। রুমু রুমু ঝুম মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে॥ এলোচুলে দুলে দুলে বন-পথে চল আলি মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন-মরালী। উগারি গাগরি ঝারি দে লো দে করুণাContinue Reading

ঝরে ঝরঝর কোন গভীর

৩২ দেশ-সুরাট — একতালা ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে। আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে॥ ঘনিয়া ঘনায় ঝাউ-বীথিকায় বেণু-বন-ছায় রে, ডাহুকিরে খুঁজি ডাহুক কাঁদে আঁধার গহনে॥ কেয়া-বনে দেয়া তূণীর বাঁধিয়াContinue Reading

হৃদয় যত নিষেধ হানে

৩৩ জয়জয়ন্তী—একতালা হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে। দূরে যত পলাতে চাই নিকট ততই বাঁধে॥ স্বপন-শেষে বিদায়-বেলায় অলক কাহার জড়ায় গো পায়, বিধুর কপোল স্মরণ আনায় ভোরের করুণ চাঁদে॥ বাহির আমার পিছল হল কাহারContinue Reading

শুকাল মিলন-মালা

৩৪ কালাংড়া-ভৈরোঁ—আদ্ধা কাওয়ালি শুকাল মিলন-মালা আমি তবে যাই। কী যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই॥ রহিল আমার ব্যথা দলিত কুসুমে গাঁথা, ঝুরে বলে ঝরা পাতা — নাই কেহ নাই॥ যে-বিরহে গ্রহতারা সৃজিল আলোক, সে-বিরহে এ-জীবন জ্বলিContinue Reading

স্মরণ-পারের ওগো প্রিয়

৩৫ দরবারি কানাড়া—যৎ স্মরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন। তোমার চাঁদে চিনি আমি, তুমি আমার তারায় চেন॥ নতুন পরিচয়ের লাগি তারায় তারায় থাকি জাগি, বারে বারে মিলন মাগি বারে বারে হারাই হেন॥ নতুন চোখেরContinue Reading

গহীন রাতে ঘুম

৩৬ পিলু—কাহারবা গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে। ফুল-হার পরায়ে গলে দিলে জল নয়ন-পাতে॥ যে জ্বালা পেনু জীবনে ভুলেছি রাতে স্বপনে, কে তুমি এসে গোপনে ছুঁইলে সে বেদনাতে॥ যবে কেঁদেছি একাকী কেন মুছালে না আঁখি,Continue Reading

কোন শরতে পূর্ণিমা-চাঁদ

৩৭ সিন্ধু—কাওয়ালি কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল। কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল॥ দুয়ার-ভাঙা জাগল জোয়ার বেদনার ওই দরিয়ায়। আজ ভারতী অশ্রুমতী মধ্যে দুলে টলমল॥ কখন তোমার বাজল বেণু প্রাণের বংশীবটছায়। মরাContinue Reading

জাগিলে ‘পারুল’ কি গো

৩৮ ভীমপলশ্রী — দাদরা জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে। উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে॥ চলিলে সাগর ঘুরে অলকার মায়ার পুরে, ফোটে ফুল নিত্য যথায় জীবনের ফুল্ল-শাখে॥ আঁধারের বাতায়নে চাহে সাজ লক্ষ তারা,Continue Reading

চরণ ফেলি গো মরণ-ছন্দে

৩৯ খাম্বাজ — আড়-খেমটা চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিয়া চলি গো প্রাণ। মর্ত্যের মাটি মহীয়ান করি স্বর্গেরে করি ম্লান॥ চিতার বিভূতি মাখিয়া গায় লজ্জা হানি গো অন্নদায়, বাঁধিয়াছি বিদ্যুল্লতায়, দেবরাজ হতমান। পাতাল ফুঁড়িয়া করি গোContinue Reading

নমো হে নমো যন্ত্রপতি

৪০ বৃন্দাবনী সারং—ঝাঁপতাল নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত। তন্ত্রে তব ত্রস্ত ধরা, সৃষ্টি পথভ্রান্ত॥ বিশ্ব হল বস্তুময় মন্ত্রে তব হে, নন্দনে-আনন্দে তুমি গ্রাসিলে মহাধ্বান্ত॥ শংকর হে, সে কোন্ সতী-শোকে হয়ে নৃশংস বসেছ ধ্যানেContinue Reading

পুরবের তরুণ অরুণ

৪১ ভীমপলশ্রী—দাদরা পুরবের তরুণ অরুণ পুরবে আসলে ফিরে কাঁদায়ে মহাশ্বেতায় হিমানীর শৈল-শিরে॥ কুহেলির পর্দা ডারি ঘুমাত রূপ-কুমারী, জাগালে স্বপনচারী তাহারে নয়ন-নীরে॥ তোমার ওই তরুণ গলার শুনি গান সিন্ধু-পারে, দুলিছ মধ্যমণি সুরমার কণ্ঠ-হারে। ধেয়ানী দিলে ধরা,Continue Reading

কে শিব সুন্দর

৪২ দেশ—গীতঙ্গী কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড় দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে, পীড়িত নরনারী আসিল গেহ ছাড়ি ভরিল নভতল-ক্রন্দনে॥ বেদনা-মন্দিরে আরতি বাজে তব, কে তুমি সুন্দর শ্মশানচারী নব, দিগদিগন্তরে জীবন-উৎসব— শঙ্খ শুনি তব আগমনে॥ মৃত্যু-জয়ী তুমিContinue Reading

কার নিকুঞ্জে রাত কাটায়ে

৪৩ গারা-ভৈরবী—কাহারবা কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর। ডাকছে পাখি, ‘বউ গো জাগো, আর ঘুমায় না, রাত্রি ভোর’॥ জুঁই-কুঁড়িরা চোখ মেলে চায়, চুমকুড়ি দেয় মৌমাছি। শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর॥Continue Reading

কেন আন ফুল-ডোর

৪৪ ভীমপলশ্রী—কাহারবা কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা। মোছো মোছো আঁখি-লোর যদি ভাঙিল মেলা॥ কেন মেঘের স্বপন আন মরুর চোখে, ভুলে দিয়ো না কুসুম যারে দিয়েছ হেলা॥ আছে বাহুর বাঁধন তব শয়ন-সাথি, আমি এসেছি একাContinue Reading