» » আনোয়ারা

বর্ণাকার
🕮

কৃতজ্ঞতা

সাহিত্য-সংসারে সুপ্রতিষ্ঠ—উপনিষদ গ্রন্থাবলি, রাঘববিজয় কাব্য, ত্রিবিদবিজয় কাব্য, প্রশ্ন, বঙ্গদর্পণ, শান্তিশতক, পরবশতক ও মানব-সমাজ প্রভৃতি গ্রন্থপ্রণেতা—প্রসিদ্ধ দার্শনিক পণ্ডিত, কলকাতা হাইকোর্টের উকিল শ্রীযুক্ত বাবু শশধর রায় এম. এ. বি. এল. মহাশয়; শ্রীহট্ট গভর্নমেন্ট সিনিয়ার মাদ্রাসার শিক্ষক জনাব মৌলভী মোহাম্মদ মোজাহেদ আলী বি. এ. (আলিগড়) সাহেব; বঙ্গীয় মুসলমান-সমাজের উজ্জ্বল রত্ন, ভাষা বিজ্ঞানে সর্বপ্রথম এম. এ. ও বি. এল. পরীক্ষাত্তীর্ণ এবং আরবি ফারসি সংস্কৃত প্রভৃতি ভাষায় সুপণ্ডিত জনাব মৌলভী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব; বাঙ্গালা গদ্যে মুসলমান সুলেখক জনাব মৌলভী মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী সাহেব ও ‘জাতীয় মঙ্গলের’ কবি জনাব মৌলভী মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব;—তাঁহাদের স্ব স্ব অমূল্য সময় ব্যয় করিয়া যেরূপ পরিশ্রম স্বীকারপূর্বক এই পুস্তক পরিবর্তিত ও সংশোধিত করিয়া দিয়াছেন, তম্নিমিত্ত আমি তাঁহাদের নিকট আজীবন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিলাম। রাজশাহী কলেজ ও রাজশাহী জুনিয়ার মাদ্রাসার মুসলমান ছাত্রবৃন্দ আনোয়ারার মুদ্রণ বিষয়ে আর্থিক সাহায্য প্রদান করিয়া আমাকে যথেষ্ট উৎসাহিত করিয়াছেন, তজ্জন্য তাহাদের নিকটও আমি চিরকৃতজ্ঞ।

নিবেদক–

১৮ মে, ১৯১৪
মোহাম্মদ নজিবর রহমান

“সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়,

বিধাতার প্রেমরাজ্যে সতত সতীর জয়।”