আগামীকাল
আগামীকাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত রচনা। এর প্রথম পরিচ্ছেদ ‘অনাগত’ নামে ১৩৪২ সালের শ্রাবণ সংখ্যা ‘বিচিত্রা’য় প্রথম প্রকাশিত হয়। ঐ বৎসরেই চৈত্র-সংখ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের সহিত প্রথম পরিচ্ছেদটিও ‘আগামীকাল’ এই পরিবর্তিত নামে পুনঃপ্রকাশিত হয়। সর্বসমেত মাত্র চারটি পরিচ্ছেদ ‘বিচিত্রা’য় প্রকাশিত হয়েছিল। ‘আগামীকাল’ নামটি বিচিত্রি-সম্পাদক শ্রীউপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের দেওয়া।
আগামীকাল ‘শরৎচন্দ্রের পুস্তকাকারে অপ্রকাশিত রচনাবলী’র অন্তর্ভূক্ত হয়ে প্রথম প্রকাশিত হয় শ্রাবণ, ১৩৫৮ সালে।