» » বাল্যস্মৃতি

বর্ণাকার

বাল্যস্মৃতি

বাল্য-স্মৃতি গল্পটি ১৩১৯ বঙ্গাব্দের মাঘ সংখ্যা “সাহিত্য” পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ভাদ্র, ১৩২৪ বঙ্গাব্দে (১লা সেপ্টেম্বর, ১৯১৭)। গ্রন্থের নাম “কাশীনাথ”, প্রকাশক ‘গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স’, ২০১, কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলকাতা। উল্লেখ্য, লেখকের অপর একটি রচনা “বাল্য স্মৃতি” নামে ১৩৪৫ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যা “ছোটদের মাধুকরী” পত্রিকায় প্রকাশিত হয়।