মেজদিদি (গল্পগ্রন্থ)
‘মেজদিদি ও অন্যান্য গল্প’ (১৯১৫) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মেজদিদি’ (১৯১৪), ‘দর্পচূর্ণ’ (১৯১৪) ও ‘আঁধারে আলো (১৯১৪) এই তিনটি গল্পের সংকলন। ‘মেজদিদি’ শরৎচন্দ্রের অন্যতম জনপ্রিয় রচনা। তিনটি রচনাই চলচ্চিত্রায়িত হয়েছে। এই গ্রন্থে নারীর মহত্ত্বের পাশাপাশি ‘স্বামীর কাছে স্ত্রীর অহংকার সাজে না’ এই বক্তব্যও প্রকাশিত।Continue Reading