» » কুতুব মিনার

বর্ণাকার
আমার উচ্চাশার মাপ ছিল তোমার অতি উচ্চতায়,
আমার সৌথীন মনের শিল্পখচিত কারুকার্যের প্রাচীন ধারা
তোমারই আকর্ষণীয় দীর্ঘ ছায়ায় রচিত।
মোগল যুগের ঐতিহাসিক অক্ষয় গৌরবের শিখরে
তুমি মহান; সামান্য আঁকশির নাগালের সীমানায়
ছোঁয়া দিতে চাও না। পৃথিবীর দারুণ বিস্ময়!

আমি এক নগণ্য মানুষ। নিত্য হাহাকারে জর্জরিত জীবনে
ক্লান্ত। সকালে সন্ধ্যায় রুটির ছেঁড়া টুকরোয় ক্ষিধে মেটে না।
গ্রাম্য মেলায় ধূলোমাখা ভঙ্গুর কাচের বাসন নিতান্ত ঠুনকো আশায়
প্রত্যহই মিথ্যে সান্ত্বনায় বুক বেঁধে মৃত্যুর দিন গুনি।
অপদার্থ উৎসাহ, ব্যর্থ আশা অবশেষে ধূলো আবর্জনায় মেশে,
এবং ক্রমে অখ্যাত অজ্ঞাত বিস্মৃত কোন ধ্বংসস্তুপে পরিণত হয়।

তবু আজও আমার চির তৃষ্ণার্ত দৃষ্টির প্রসারিত ছায়া
তোমার আকাশচুম্বী শীর্ষদেশে নিরিবিলি শান্তি খুঁজে পেতে চায়।