আদিম, তুমি চলে গেছ বহু দূরেই আজ,
নাগাল তোমার পাবে না তো আর উড়োজাহাজ!

লাঙল তোমার মরচে ধরেছে,

বলদ তোমার, তাও তো মরেছে,

ট্রাকটার আনে ফসল দিন,

প্রবীণ গিয়েছে, প্রাক্তন নেই, এল নবীন।

 

আকাশ নীলিমা ভরে গেছে আজ কলের ধোঁয়ায়,
মাটি পুড়ে পুড়ে রূপ পেল আজ ইট খোয়ায়।
মানচিত্রের সীমারেখা আজ হল বদল,
চলমান এই পৃথিবীতে কিছু নহে অটল।
যুগের চাকায় মানুষেরা চলে,

জীবন চিনেছে ক্ষেত আর কলে,

তবুও ছেঁড়েনি মহামারী আর মৃত্যু ফাঁস,

জোড়াতালি দেওয়া এ জীবন যেন শুধু পরিহাস।

 

বহু দধীচির আত্মায় গড়া এই সমাজ

আশা উদ্যোগ সংগ্রাম নিয়ে জীবিত আজ।

অঙ্কুর কেউ বুনে গেছে এই মাটিরই বুকে

আজ তারই গাছ ধীরে ধীরে বাড়ে দুঃখে সুখে;

আগামী পৃথিবী পাবেই তাহার সোনার ফসল,

কেমন করে আদিম তাকে বাঁধবে, বল!