» » সাম্য

বর্ণাকার

সাম্য

গাহি সাম্যের গান–

বুকে বুকে হেথা তাজা সুখ ফোটে, মুখে মুখে তাজা-প্রাণ!

বন্ধু, এখানে রাজা-প্রজা নাই, নাই দরিদ্র-ধনী,

হেথা পায় নাকো কেহ খুদ-ঘাঁটা, কেহ দুধ-সর-ননী।

অশ্ব-চরণে মোটর-চাকায় প্রণমে না হেথা কেহ,

ঘৃণা জাগে নাকো সাদাদের মনে দেখে হেথা কালা-দেহ।

সাম্যবাদী-স্থান

নাইকো এখানে কালা ও ধলার আলাদা গোরস্থান।

নাইকো এখানে কালা ও ধলার আলাদা গির্জা-ঘর,

নাইকো পাইক-বরকন্দাজ নাই পুলিশের ডর।

এই সে স্বর্গ, এই সে বেহেশ্‌ত, এখানে বিভেদ নাই,

যত হাতাহাতি হাতে হাত রেখে মিলিয়াছে ভাই ভাই!

নেইকো এখানে ধর্মের ভেদ শাস্ত্রের কোলাহল,

পাদরি-পুরুত-মোল্লা-ভিক্ষু এক গ্লাসে খায় জল।

হেথা স্রষ্টার ভজনা-আলয় এই দেহ এই মন,

হেথা মানুষের বেদনায় তাঁর দুখের সিংহাসন!

সাড়া দেন তিনি এখানে তাঁহারে যে-নামে যে-কেহ ডাকে,

যেমন ডাকিয়া সাড়া পায় শিশু যে-নামে ডাকে সে মাকে!

পায়জামা প্যান্ট ধুতি নিয়া হেথা হয় নাকো ঘুঁষোঘুঁষি,

ধুলায় মলিন দুখের পোশাকে এখানে সকলে খুশি।