পথিক শিশু

নাম-হারা তুই পথিক শিশু এলি অচিন দেশ পারায়ে।

কোন নামের আজ পরলি কাঁকন? বাঁধনহারার কোন্ কারা এ?

আবার মনের মতন করে

কোন নামে বল ডাকব তোরে?

পথভোলা তুই এই সে ঘরে

>ছিলি ওরে, এলি ওরে বারে বারে নাম হারায়ে।

ওরে জাদু, ওরে মানিক, আঁধার ঘরের রতন-মণি!

ক্ষুধিত ঘর ভরলি এনে ছোট্ট হাতের একটু ননী।

আজ কেন রে নিবিড় মুখে

কান্না-সায়র উথলে বুকে?

নতুন নামে ডাকতে তোকে

ওরে কে কণ্ঠ রুখে? পাঁচ-ফাগুনের জুঁই-চারা এ!

আজ মন-পাখি ধায় মধুরতম নাম আশিসের শেষ ছাড়ায়ে।