☼ মলয় রায় চৌধুরী ☼
ঔরস
স্মৃতির জার : দশ
মংরুরাম নুনেতি (কানাগাঁও-এর প্রাক্তন সরপঞ্চ): আরে, আরে, খাদেতে দুজন লোক পড়ে আছে। সাপের কামড়ে নাকি অন্য কোনো জন্তু জানোয়ার মেরে ফেলে রেখে গেছে, পরে এসে খাবে?
গাসসুরাম ( গ্রামবাসী ) : গ্রামের তাতিম গোঁড় বলছিল যে এই জঙ্গলে সেদিন সন্ধ্যাবেলা গুলিগোলা চলেছিল। গুলি লেগে মরেছে বোধহয়।
মংরুরাম : রক্ত লেগে নেই কেন তাহলে? গুলি লাগলে রক্ত থাকত জামাকাপড়ে।
গাসসুরাম : চলুন চলুন, শেষে আধামিলিট্রি জওয়ানরা দেখতে পেলে আমাদেই জেলে পুরবে। মাওওয়াদিরা দেখতে পেলে ধরেবেঁধে নিয়ে গিয়ে গায়ের চামড়া ছাড়িয়ে শেয়ালের মাংস ঢুকিয়ে দেবে।
মংরুরাম : যে-ই ধরুক, নিখালিস উড়িয়ে দেবে।
গাসসুরাম : বাপ রে। তাকাবেন না ও দিকে।
মংরুরাম : তাড়াতাড়ি চল, তুই তো ভাঙা পা নিয়ে হাঁটতেই পারিস না।