মলয় রায় চৌধুরী
ঔরস
বনবিভাগের বিট মার্শাল : ষোল
বনবিভাগের বিট মার্শাল : দুজন পোচারের বডি পড়ে আছে স্যার।
বনবিভাগের রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট : দেখে তো পোচার মনে হচ্ছে না। টিম্বার মাফিয়ার এজেন্ট শালারা, নিশ্চই।
বনবিভাগের বিট মার্শাল : টিম্বার মাফিয়ার এজেন্টদের আমি চিনি স্যার। এরা বাইরের লোক। কী করে ওখানে গিয়ে পড়ল? বেঁচে আছে না মরে গেছে!
বনবিভাগের রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট : কেন মিছিমিছি নিজের বিপদ ডেকে আনছ। যা রেগুলার রিপোর্টিং তাই রেকর্ড করে দিও।
বনবিভাগের বিট মার্শাল : ব্যাস স্যার, কুরুসনার ছেড়ে অনেকটা চলে এসেছি, আর ভেতরে যাওয়া সুবিধার নয়।
বনবিভাগের রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট : চলো।