» » সিভিলিয়ান হিট

বর্ণাকার

মলয় রায় চৌধুরী

ঔরস

সিভিলিয়ান হিট : এক

জওয়ান : স্যার, দুজন সিভিলিয়ান হিট হয়ে খাদে পড়ে গেছে বলে মনে হচ্ছে; কানে ইয়ারপ্লাগ লাগিয়ে গান শুনছিল মনে হয়, ট্র্যানসেন্ড বা মোবাইল থেকে, তাই আমাদের আর শত্রুদের ফায়ারিঙের আওয়াজ শুনতে পায়নি।

অ্যাসিস্ট্যান্ট কমাণ্ডান্ট : মোবাইল? এখানে মোবাইলের কোনো টাওয়ার একশ কিলোমিটারের মধ্যে নেই। যাকগে, যেতে দাও, অমন আনুষঙ্গিক দুর্ঘটনার জন্য আমরা দায়ি নই। বাস্টার্ডগুলো এই অঞ্চলে এসেছিলই বা কেন! ডিসগাস্টিং।

জওয়ান : ওদের বডি কি রিকভার করা হবে? উওমেন না মেন বুঝতে পারছি না।

অ্যাসিস্ট্যান্ট কমাণ্ডান্ট : তোমার কি মাথা খারাপ? থাকুক যেখানে পড়ে আছে। আমাদের অপারেশান ক্লোজ হলে স্থানীয় প্রসাশন বা বনবিভাগ গতি করবে।

জওয়ান : গ্রাম তো কাছে পিঠে নেই স্যার; দুজনেই জীবিত বলে সন্দেহ হচ্ছে।

অ্যাসিস্ট্যান্ট কমাংণ্ডান্ট : বাজে ব্যাপারে মাথা ঘামিও না। ওটা সিভিল প্রশাসনের মাথাব্যথা।