» » অরুণাচল বসুকে লেখা পত্র

বর্ণাকার

২১।৯।৪৫

অরুণচন্দ্র!

কলকাতায় এত কাণ্ড, এত মিটিং অথচ তোর পাত্তা নেই, বাড়িতে এসে সেখানেও নেই, পাত্তাটা কোথায় মিলবে?

সুভাষ আগামী বুধবার এখানে আসতে রাজী হয়েছে। তার জন্য আয়োজন করতে থাক। আমার তাড়া থাকায় আমি চললাম।

২.৫৫ মিঃ দুপুর।—সুকান্ত