পাতা: এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগার বার তের চৌদ্দ পনের ষোল সতের আঠার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ ঊনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ
বেনারস সিটি
অরুণ,
যে-ম্যালেরিয়া তোকে প্রায় নির্জীব করে তুলেছে, আমি এখানে আসার পঞ্চম দিনে তারই কবলে পড়ে সম্প্রতি আরোগ্যলাভ করার পথে―তাই এতদিন চিঠি দিই নি। আজ অন্নগ্রহণ করলুম। তুই এখন কোথায়? কোডারমায় না কলকাতায়? দুদিন মাত্র সুযোগ পেয়েছিলাম কাশী দেখবার, তাতেই অনেকখানি দেখে নিয়েছি। কাশী ভাল লাগছে না: অনেকদিন পর ফিরে পাওয়া তামার পয়সার মতো ম্লান লাগছে। আর শরীর এখন খুবই দুর্বল, কারণ এ-কদিন সাংঘাতিক কষ্ট গেছে। তোকে রীতিমত কষ্ট করেই লিখতে হচ্ছে। আর লিখতে পারছি না। সকলের কুশলসহ এই চিঠির আশু বিস্তৃত জবাব চাই।
সুকান্ত ভট্টাচার্য
২৮।১০।৪৪
পুনশ্চ:
হঠাৎ এখানে অন্নদার১ সঙ্গে দেখা হয়েছিল। খুব আনন্দ পেয়েছিলাম।