☼ মলয় রায় চৌধুরী ☼
ঔরস
বনবিভাগের বিট মার্শাল : আঠার
মালগুজার কর্মচারী : ওই দ্যাখো। সালফি খাবার জন্যে জঙ্গলে ঢুকেছিল, ভ্যায়েনচো, সামলাতে পারেনি, মাতাল হয়ে পড়ে রয়েছে।
কেন্দুপাতার ফড়ে : সালফি খেয়ে মাতাল হলে তো যেখানে খেয়েছে, তার কাছাকাছি পড়ে থাকত। এখানে আসপাশে কোনো গ্রাম নেই, সালপিখোরদের গেঁয়ো জামাতও নেই।
মালগুজার কর্মচারী : ভ্যায়েনচো, কেন্দুপাতার চোরাকারবারি নয়তো?
কেন্দুপাতার ফড়ে : কেন্দুপাতার ব্যাবসার সবাইকে চিনি, চোরাকারবারিদেরও। ওখানে, রাস্তার ধারে খাদে পড়ে থাকবে কেন?
মালগুজার কর্মচারী : মরুকগে বেওড়াগুলো, ভ্যায়েনচো। আমাদের কী করার আছে।
কেন্দুপাতার ফড়ে : হ্যাঁ, উঠিয়ে নিয়ে যাবার হলে বনদপতরের লোক বা সিআরপিএফ নিয়ে যাবে। নয়তো খাবে জন্তু-জানোয়াররা। চলুন, চলুন। কদম চলাকে চলিয়ে।