বর্ণাকার

নিষ্কৃতি

১৩২১ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা ‘যমুনা’য় ‘নিষ্কৃতি’র প্রথম অংশ ‘ঘর-ভাঙা’ নামে প্রথম প্রকাশিত হয়। পরে এর সম্পূর্ণ পুনরায় ১৩২৩ বঙ্গাব্দের ভাদ্র, কার্তিক ও পৌষ সংখ্যা ‘ভারতবর্ষ’ পত্রে প্রকাশিত হয়। অগ্রহায়ণ সংখ্যায় নিষ্কৃতি প্রকাশিত হয়নি। ১লা জুলাই, ১৯১৭ খৃষ্টাব্দে নিষ্কৃতি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।