উৎসর্গ

–আমার এই লেখাগুলি

বাহার ও নাহারকে দিলাম–

কে তোমাদের ভালো?

‘বাহার[১]’ আনো গুলশানে[২] গুল, ‘নাহার[৩]’ আনো আলো।

‘বাহার’ এলে মাটির রসে ভিজিয়ে সবুজ প্রাণ,

‘নাহার’ এলে রাত্রি চিরে জ্যোতির অভিযান।

তোমার দুটি ফুলের দুলাল, আলোর দুলালি,

একটি বোঁটায় ফুটলি এসে,—নয়ন ভুলালি!

নামে নাগাল পাইনে তোদের নাগাল পেল বাণী,

তোদের মাঝে আকাশ ধরা করছে কানাকানি!

তামাকুমণ্ডী
চট্টগ্রাম, ৩১-৭-২৬
নজরুল ইসলাম

সূত্রনির্দেশ ও টীকা

  1. বাহার—বসন্ত
  2. গুলশান্—ফুলবাগান
  3. নাহার—দিন