» » জীবনী সঙ্কলন : সম্পাদিত গ্রন্থের ভূমিকা

প্রথমেই বলে রাখা দরকার,‘জীবনী সঙ্কলন’ নামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ প্রকাশিত হয়নি, এই নামে তিনি কোন পাণ্ডুলিপিও তৈরি করেননি। লেখাগুলো লিখিত হয়েছিল তাঁর সম্পাদিত কয়েকটি গ্রন্থের ভূমিকা হিসেবে। বঙ্কিম রচনাবলীর সম্পাদকেরা এই ভূমিকাগুলোকে ‘সম্পাদিত গ্রন্থের ভূমিকা’ শিরোনামে রচনাবলীতে স্থান দিয়েছিলেন। যেহেতু, ভূমিকা হলেও লেখাগুলো মূলতঃ সাহিত্যিকদের জীবনী ও তাদের সাহিত্যকর্মের উপর রচিত হয়েছে, তাই আমরা এই সঙ্কলনের নাম দিয়েছি “জীবনী সঙ্কলন : সম্পাদিত গ্রন্থের ভূমিকা“।

জীবনী সঙ্কলন : সম্পাদিত গ্রন্থের ভূমিকা বা সম্পাদিত গ্রন্থের ভূমিকার তালিকা—

Leave a Reply