অন্যান্য পুস্তক অপেক্ষা উপন্যাসাদি পাঠ করিতে প্রায় সকল লোকেরই মনে স্বভাবতঃ অনুরাগ জন্মিয়া থাকে এবং যে স্থলে এতদ্দেশীয় অধিকাংশ লোক কোন পুস্তকাদি পাঠ করিয়া সময় ক্ষেপণ করিতে রত নহে সে স্থলে উক্ত প্রকার গ্রন্থের অধিক আবশ্যক, এতদ্বিবেচনায় এই ক্ষুদ্র পুস্তক খানি রচিত হইল।Continue Reading

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’; এবং প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র। উপন্যাসটি তিনি লিখেছিলেন টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। বাংলা গদ্যে সাধু ভাষা যখন প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল, তখন টেকচাঁদ ঠাকুর উপন্যাস লিখলেন চলিত ভাষায়, একেবারে লোকমুখেContinue Reading