‘অবিশ্বাস্য’ তারাপ্রণব ব্রহ্মচারী রচিত একটি ভৌতিকগল্প সঙ্কলন। গ্রন্থটিতে এগারটি ভৌতিক গল্প রয়েছে। প্রতিটি গল্প পৃথক হলেও কোন গল্পেরই শিরোনাম নেই। বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় শ্রাবণ, ১৩৬৯ বঙ্গাব্দে। প্রকাশক : প্রবীর মিত্র। সাহিত্য প্রকাশ, ৫/১, রমানাথ মজুমদার ষ্ট্রীট, কলিকাতা – ৭০০০০৯। প্রচ্ছদ এঁকেছিলেন শতদল ভট্টাচার্য, যদিও সে প্রচ্ছদটি এখন আর পাওয়া যায় না। মুদ্রাকর: গোপাল পাল, স্টার প্রিন্টিং প্রেস, ২১/এ, রাধানাথ বোস লেন, কলিকাতা-৬। এই সংস্করণে গল্পগুলোকে এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক দিয়ে সাজানো হয়েছে। আমরাও এই দ্বিতীয় সংস্করণটি অনুসরণ করলেও প্রতিটি গল্পের কাহিনী অনুযায়ী আলাদা শিরোনাম প্রদান করেছি অনলাইন পাঠকদের সুবিধার্থে।
উৎসর্গ
৺গিরীন্দ্র সিংহ
সুদূরতমেষু