» » তরুণের বিদ্রোহ

বর্ণাকার

তরুণের বিদ্রোহ

তরুণের বিদ্রোহ ১৯২৯ সালের ইষ্টারের ছুটিতে বঙ্গীয় প্রাদেশিক, রাষ্ট্রীয় সম্মিলনীর অধিবেশনের সঙ্গে অনুষ্ঠিত বঙ্গীয় যুব-সম্মিলনীর সভাপতির ভাষণ হিসেবে পঠিত হয়। ১৮ই এপ্রিল, ১৯২৯ সালে প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়। ২৩শে আগস্ট, ১৯৩২ সালে তরুণের বিদ্রোহের পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়। এতে ‘সত্য ও মিথ্যা’ নামে আরও একটি প্রবন্ধ সংযোজিত হয়। এই প্রবন্ধটি ১৩২৮ বঙ্গাব্দের ফাল্গুন ও চৈত্র সংখ্যা ‘নারায়ণ’ পত্রিকায় প্রকাশিত হয়।