☼ সৈয়দ মুজতবা আলী ☼
পঞ্চতন্ত্র
প্রথম পর্ব
‘পঞ্চতন্ত্র প্রথম পর্ব’ বেঙ্গল পাবলিশার্স, কলিকাতা থেকে আষাঢ়, ১৩৫৯ সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম সংস্করণের আকার ছিল ডবল মিডিয়ম ১/১৬ সাইজ, ১৬৪ পৃষ্ঠা। লেখক এই গ্রন্থ ‘সরলাবালা সরকার’কে উৎসর্গ করেন। প্রসঙ্গত বলা যায়, ‘সরলাবালা’ তখন জীবিত ছিলেন। লেখকের নিবেদন থেকে জানা যায়, পঞ্চতন্ত্র গ্রন্থের রচনাগুলির অধিকাংশ রবিবাসরীয় বসুমতী ও সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল; লেখকের বন্ধুভাজন অনুজপ্রতিম শ্রীযুক্ত কানাইলাল সরকার ও সুসাহিত্যিক মনোজ বসুর প্রচেষ্টায় এই সংকলনটি প্রকাশিত হয়। ‘পঞ্চতন্ত্র’ ‘দেশে-বিদেশে’র পর সৈয়দ মুজতবা আলীর দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ। ‘পঞ্চতন্ত্র’ প্রকাশের সঙ্গে সঙ্গেই আলী সাহেবের খ্যাতি ও জনপ্রিয়তা অসামান্য বৃদ্ধি পায়। ‘পঞ্চতন্ত্র’র জন্য বাংলা সাহিত্যে রম্যরচনার পুনরায় সমাদর ও বহুল চর্চা শুরু হয় একথা বললে অসঙ্গত হয় না।
নকুল চট্টোপাধ্যায়
উৎসর্গ
শ্রীযুক্তা সরলাবালা সরকার
মহাশয়ার করকমলে—
লেখকের নিবেদন
এই পুস্তিকার অধিকাংশ লেখা রবিবারের ‘বসুমতী’ ও সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় বেরোয়। অনুজপ্রতিম শ্রীমান কানাই সরকার ও সুসাহিত্যিক শ্রীযুক্ত মনোজ বসু কেন যে এগুলো পুস্তাকাকারে প্রকাশ করার জন্য আমাকে বাধ্য করলেন সে কথা সহৃদয় পাঠকেরা বিবেচনা করে দেখবেন।
মুজতবা আলী