» » নাথুরামের কবলে মনিরা

বর্ণাকার

রহস্য ধাঁচের গল্প নিয়ে রচিত “নাথুরামের কবলে মনিরা” বইটি, গল্প-চরিত্রের নানা দিক দস্যু বনহুর সিরিজ এই বইটির মাধ্যমে খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। বইটি পড়ার সময় অনেক অনেক ভাল লাগা অনুভব করছিলাম। অন্তত এই সিরিজের প্রথম বইগুলোর চেয়ে এই বইটির বর্ণনা, সংলাপ ইত্যাদি অনেক ভাল হয়েছে। বইটি আমার ভাল লেগেছে, আপনারা যারা দস্যু বনহুর সিরিজের “নাথুরামের কবলে মনিরা” বইটি পড়বেন বলে ভাবছে তাদের বলব, তাড়াতাড়ি পড়ে ফেলুন, আমার বিশ্বাস আপনারও আমার মতই ভাল লাগবে!